Ameen Qudir

Published:
2017-02-04 20:33:19 BdST

ছোট মুখে একটা বড় কথা বলি


 

ডা. মোশাররাত জাহান কণা
_______________________________

ছোট মুখে একটা বড় কথা বলি । পছন্দ না হলে ইগনোর করেন । আমার কথা এখানেই শুরু এবং শেষ হবে ,এরপর বাড়তি কিছু আর বলবো না ।
আমরা বাঙ্গালিরা যে কোন ইস্যুতেই দুই ভাগে ভাগ হয়ে যাই । SSC পরীক্ষার প্রশ্নে আমাদের ওয়াশিং মেশিনে ধুয়ে , ড্রায়ারে শুকানো হল । আমরা কেউ কেউ প্রতিবাদী হলাম । অন্তত এই ইস্যুতেই এক হওয়ার অংগীকারবদ্ধ হলাম । এর দুই দিন পর আবার আমাদের কেউ একজন বললেন - ঠিক ই তো বলছে , আমরা তো লোভী ই! আমার ওমুক স্যার কমিশন খেতেন , তমুক ভাই ডিউটি ফাঁকি দিতেন ।


তখন সবাই সমস্বরে বলে উঠি - জ্বী ভাই! জ্বী ভাই! আমরা লোভী! আমাদের ই দোষ!
একদম মনের কথা বললেন ভাই!

এক্সকিউজ মি ভাইয়া! ডিউটি ফাঁকি দেয়ার মত ব্যাক আপ কয়জন ডাক্তারের থাকে? কমিশন খাওয়ার মত অবস্থানে কয়জন যায়?
আমি আজ ও Immigrant Doctor দের সামনে মাথা উঁচু করে বলি , আমাদের দেশের ডাক্তাররা সৎ ,পরিশ্রমী , আমার দেশের ডাক্তাররা সর্ব্বোচ্চ মেধাবী!

 

এখনো ও নন মেডিকেল মানুষ কে জোর গলায় বলি , দেন না Australia র মত Facilities! এরপর না হয় তুলনা করবেন!

হ্যা , আমাদের গঠনমূলক সমালোচনার দরকার আছে , কিন্তু সব কিছুর ই সময় থাকে! যেই মুহুর্ত সময় এক হওয়ার সেই সময়ে সংশোধনের নামে বিভাজন কতটা যুক্তিযুক্ত?

ব্যাপারটা Acute MI এর রোগীর Exercise Tolerance Test করার মত হয়ে গেল না?

তরুন ডাক্তারদের কতটা দূর্দিন যাচ্ছে , তা শুধু ভুক্তভোগীরাই জানে । দেশে মূল্যায়ন নেই , পোস্ট গ্রাজুয়েশনে পাশের হার কম , হতাশ হয়ে বিদেশে পাড়ি দেয়ার সামর্থ্য সবার হয় না! আর যারা আসে তারা এসে পড়ে অকূল সমুদ্রে!
আজ আপনি ভিকটিম , কাল আমি হবো । সময় এসেছে একতাবদ্ধ হওয়ার । সময় এসেছে একে অপরকে হাত ধরে তোলার! নগর পুড়লে দেবালয় ও কিন্তু রক্ষা পাবে না!

____________________________

লেখক ডা. মোশাররাত জাহান কণা । সুলেখক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়