ডেস্ক

Published:
2021-04-18 06:20:09 BdST

ওয়ার্ল্ডের নামকরা দুবাই হস্পিটাল ফেরত রোগী দেখার অভিজ্ঞতা :অত:পর...


 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল

রক্তরোগ বিশেষজ্ঞ 

-----------------------------------

আজ চেম্বারে একজন প্রবাসী, বংশানুক্রমে উচ্চশিক্ষিত, পশ রোগী দেখলাম।

আজ ছিল দ্বিতীয় ভিজিট। উনার রক্তে ৪০ % ক্যান্সার কোষ পেয়েছি। ৫-১০% না, ৪০%।
সে হিসেবে উনার লিউকেমিয়া হয়েছে।

ব্রেকিং ব্যাড নিউজ হলো। রোগীর মেয়েকে সব বুঝিয়ে বললাম।

রোগীর মেয়ে সিলেটি-বাংলা-ইংরেজি মিশিয়ে প্রশ্ন করলেন- পনের দিন আগে দুবাইতে একটি নামকরা হাসপাতালে রক্ত পরীক্ষা করা হয়েছে। সেখানে বলেছে তেমন কিছু হয়নি জাস্ট হিমোগ্লোবিন কমেছে আর প্লেইটলেট কমেছে। উনার আরো কিছু ক্রনিক ডিজিজ আছে। সেসবের কারণেই হতে পারে। ক্যান্সারের কথা তো কিছু বলেনি। পনের দিনের ভেতরেই উনার ব্লাড ক্যান্সার হয়ে গেল?!! হাউ কাম?

-আমি বললাম সেটাতো বলতে পারবোনা। হয়ত তখনও ছিলো। কোন কারণে মিস হয়েছে।

-কিন্তু ওরা ওয়ার্ল্ডের অনেক নামকরা হস্পিটাল। ইউরোপ, আমেরিকা এবং ইন্ডিয়ার ডাক্তাররা ওখানে রোগী দেখেন৷ উনাদের তো ভুল করার কথা না৷

-তাহলে হয়ত তখন ক্যান্সার কোষ ছিলোনা। বা অনেক অল্প ছিল।

-১% থাকলেও উনারা ধরে ফেলবেন। দে আর সো এফিসিয়েন্ট৷

আমি অমায়িক ভংগিতে বললাম " আমি গরিব দেশের ডাক্তার। আর প্রবাদই তো আছে গরিবের কথা বাসী হলে ফলে।"

আপনাকে আরো দুটো পরীক্ষা দিলাম আপনি সেগুলো করেন৷ বোন ম্যারো পরীক্ষাটা তার একটি। এটা জরুরি। তাহলে আরো কনফার্ম হওয়া যাবে।"

রোগীর মেয়ে মনে হলো আমার কথা পছন্দ করলেন না৷ বেরিয়ে গেলেন। আমার মনে অস্বস্তি কাজ করছে৷ আমার কি আরো ধৈর্যশীল হওয়া প্র‍য়োজন?

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়