Dr. Aminul Islam

Published:
2021-04-09 16:56:03 BdST

নতুন ভেরিয়েনট : চিকিৎসাবিজ্ঞানীরা যে নতুন লক্ষণগুলো দেখছেন


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলা দেশের স্বাস্থ্যাচার্য
-----------------
গবেষকরা দেখেছেন নতুন ভেরিয়েনট নাসা গলবিলে না থেকে (ন্যাজোফ্যারিঙ্কস) সরাসরি ফুস্ফুসে যায় আর দ্রুত আক্রমন করে শরীর এজন্য ন্যাজোফেরিঞ্জিয়াল সওয়াবে নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে না আর উইন্ডো পিরিয়ড খুব কম। অনেকে লক্ষণ হীন আর টি পি সি আর এ অনেক সময় ধরা পড়ে না।
উপসর্গ তেমন নাই গিঁটে খুব ব্যথা , শ্বাস কষ্ট, অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নেমে আসে আর ফুস্ফুসে পাওয়া যায় ৩০-৪০ % প্রভাবে পড়া আর নিউ মনিয়া । হাসপাতাল , আই সি ইউ খোজা আর তা পাওয়া কঠিন । মৃত্যু খুব বেদনার। করোনা আক্রমন খুব দুর্ভোগের আর কষ্টের আর রোগ ভোগ যন্ত্রণার আর সেরে গেলেও বহুদিন থাকবে সমস্যা, ।আমি আর কি বলব । কে বাচব কে মরব কে জানে ।
জিনোম সিকুয়েন্সে ৮০ % পাওয়া গেছে ইউ কে আর সাউথ আফ্রিকান ভেরি ইয়েন ট

যারা মাস্ক পরতে অবহেলা করেন বা স্বাস্থ্য বিধি মানতে চান না তারা ঢাকা মেডিক্যাল কলেজের চারপাশ ঘুরে আসুন আর মানুষের কাতরানি দেখুন আপনার ধারনা পালটাবে ।
ভাবুন ডাক্তার আর নার্সদের কথা । তারা কি সমস্যা , মৃত্যু ঝুকি আর কষ্টে আছেন।
জীবন বাজি রেখে আপনাদের সেবা দিচ্ছেন , কত বিরূপ আর কত কটু কথা বলেছেন , নিগ্রহ করেছেন এখন এরা আপনাদের ভরসা।
একজন সিনিয়ার চিকিৎসক তার মা খালা অসুস্থ হলে তার জন্য সারা ঢাকায় আই সি ইউ পান নি । আমার মনে হয় নিজেরা দেখুন আর বুঝুন আর পরামর্শ দিয়ে লাভ নাই । অনেকে দেখে শিখে আর অনেকে ঠেকে শিখে ।
তাই সাবধানে থাকুন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়