Dr. Aminul Islam

Published:
2021-03-31 16:36:06 BdST

সরকারের ১৮ নির্দেশ পালনে ঢিলেঢালা : এখন যা অবশ্য করণীয়


 


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
--------------------------------------


সরকার করোনা নিয়ন্ত্রনে ১৮ নিয়ম মানতে বলেছেন তবে মনে হয় এখনও সব ঢিলে ঢালা।কেউ একে মানছেন খুব? কঠোর করতে হবে যখন অতিমারি ঊর্ধ্ব গতি , আগে ভাগে করা কি ভাল নয় দরকার হলে সামরিক বাহিনী নিয়োজিত করা , কারন বাস্তব কথা লোক জন এদের কথা বেশ শোনে । ভেবে দেখুন " ভাবা উচিত আগে ভাগে প্রতিজ্ঞা যখন " আমরা কিন্তু এবার বেশ সঙ্কটে পড়তে যাচ্ছি ।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নতুন নির্দেশনা -
যে কোন প্রয়োজনে বাসার বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা সহ সকল স্বাস্থ্য বিধি মেনে চলা আইনানুযায়ী বাধ্যতামূলক।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা ও উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে।
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত করতে হবে এবং প্রয়োজনে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে।
ধর্মীয় উপাসনালয় সহ সকল হোটেল, রেস্তোরাঁ, পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে।
সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃজেলা যানবাহন চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ করতে হবে।
গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া যাবেনা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়