Ameen Qudir

Published:
2017-02-03 06:40:52 BdST

শিক্ষামন্ত্রী , কুলাঙ্গারদের শাস্তি দিন : অামরা জানি কিভাবে শায়েস্তা করতে হয়




ডা. ফয়সল ইকবাল চৌধুরী

________________________________

মাননীয় শিক্ষা মন্ত্রী এ ভাবে একটি পেশার নাম উল্লেখ করে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে প্রশ্ন করা কি চিকিৎসা পেশার জন্য অপমানজনক নয় কি?


একটি সেবামুলক পেশা কে কটাক্ষ করে প্রশ্ন করার কোন প্রয়োজন ছিল নাকি?
যিনি বা যারা প্রশ্ন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে হবে , তাদের কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।


কেন্দ্রিয় বি এম এ র দৃষ্টি আকর্ষন করছি অবশ্যই এ ব্যাপারে শিক্ষা মন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয়, প্রশ্নকর্তাদের কা্ছে ব্যখ্যা চাইতে হবে লোভী বুঝানোর জন্য ডাক্তারি পেশা কে বেছে নিয়েছেন কেন?


যারা মানুষ গড়ার কারিগর দাবী করেন, কোচিং বানিজ্যের মাধ্যমে স্কুল কলেজের একাডেমিক কার্যক্রম যারা ধ্বংস করে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিয়ে এধরনে একটি সেবা মূলক মহান চিকিৎসা পেশা কে কোমলমতি শিক্ষাূথীদের কাছে হেয়করে উপস্হাপনকারীদের বিরুদ্বে যথাযথ ব্যবস্হা গ্রহনকরার দাবী জানাচ্ছি।

অন্যথায় চট্টগ্রাম বিএমএ জানে এসব শিক্ষক নামধারী কুলাঙ্গারদের কিভাবে শায়েস্তা করতে হয়।
সারা দেশের সকল চিকিৎসক ভাই বোনদের এদের বিচারের দাবীতে সোচ্চার হওয়ার অনুরোধ জানাই।
____________________________

ডা. ফয়সল ইকবাল চৌধুরী , সাধারণ সম্পাদক , বিএম এ চট্টগ্রাম। প্রখ্যাত পেশাজীবী নেতা। সুবক্তা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়