Dr. Aminul Islam

Published:
2021-01-12 19:05:16 BdST

রোগীর সঙ্গে কথা বলবে, তোমার কথা যেন রোগীকে টাকা দিয়ে কিনতে না হয়!'


ডেস্ক 

রোগী ডাক্তার সম্পর্ক ও রোগী দেখার প্রক্রিয়া কেমন হওয়া উচিত,  বাংলাদেশের ২ জন বরেণ্য চিকিৎসকের সদুপদেশ উল্লেখ করে ডা তারিকুল ইসলাম বাতলে দিলেন অনবদ্য উপায়। 

তিনি জানিয়েছেন, ২টি বাণী। 

'রোগীর সঙ্গে কথা বলবে, তোমার কথা যেন রোগীকে টাকা দিয়ে কিনতে না হয়!'

-অধ্যাপক (ডাঃ) মো. জাকির হোসেন স্যার।

'যদি তুমি গোমরামুখো হও, তাহলে তোমার চিকিৎসক হওয়া উচিত হয়নি। রোগীর গায়ে হাত দাও নচেৎ রোগী তোমার গায়ে হাত দেবে।'

-অধ্যাপক (ডাঃ) বিকাশ মজুমদার স্যার।

রমেকের সবার  প্রিয় দুই শিক্ষকের (যারা পরস্পর বন্ধু ও ব্যাচমেট) অমিয় বাণী।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়