DR> SAYED INAM
Published:2020-12-07 03:48:34 BdST
করোনাভাইরাস এর বিরুদ্ধে এন্টি ডিপ্রেশন ঔষধ এর কার্যকারিতা!
ডা. সাঈদ এনাম
___________________________
এন্টি ডিপ্রেসেন্ট বিশেষ করে SSRI গুলোর একটা এন্টি- ইনফ্ল্যামেটরী রোল আছে।
এরা ইনফ্ল্যামেটরি মেডিয়েটর গুলোকে ইনহিবিশন করে। বিশেষ করে সার্টালিন ও ফ্লুক্সেটিন।
করোনাভাইরাস রোগে এই এন্টি-ডিপ্রেসেন্ট প্রয়োগ করলে কেমন হয়?
কৌতুহলী হয়ে ডজন খানেক জার্নাল ঘাটাঘাটি করলাম, এ সম্পর্কে কোন স্টাডি বা গবেষণা আছে কিনা?
অবশেষে পাওয়া গেলো!
করোনাভাইরাস এ এন্টি-ডিপ্রেসেন্ট ফ্লুক্সেটিন প্রয়োগ করে সুফল পাওয়া গেছে। জানিয়েছেন জার্মানির University of Wurzburg এর একদল গবেষক। তারা SSRI প্রয়োগ করেছেন।
SSRI এর এন্টি ইনফ্ল্যামেটরি ও এন্টিভাইরাল রোল আছে। আর এন্টি ডিপ্রেশন রোল আছেই।
দেখা যাক কি হয়।
কার্যকরী ঔষধ আবিষ্কার হবেই একদিন না একদিন।
আমারও মনে হয় SSRI নিয়ে গবেষণা করা উচিত।
ডা. সাঈদ এনাম
(ডিএমসি,কে-৫২)
সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি
সিলেট মেডিকেল কলেজ
আপনার মতামত দিন: