Dr. Aminul Islam

Published:
2020-12-07 02:12:53 BdST

মুক্তির জন্য সংগ্রাম শেষ হয়, আবার শুরু হয়, তাই সবাইকে প্রস্তুত থাকতে হয়


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী  

____________________________

 

মুক্তির জন্য সংগ্রাম শেষ হয় আবার শুরু হয়
সময়ে আসে তাই সবাইকে প্রস্তুত থাকতে হয়।
২.

আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন জরুরি আর তা যাতে একটি জাতীয় আর আন্তর্জাতিক মানের হয়, কর্ম মুখী হয় আর মানুষকে আলোকিত আর অন্ধ কুসংস্কার মুক্ত করার প্রয়াসে হয় , বাংলাদেশের সংস্কৃতি , আর মুক্তি যুদ্ধ এর চেতনা আর জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে প্রস্তুত হয় তা দেখা উচিত । আমাদের বুদ্ধির মুক্তি আর চিন্তার মুক্তি ঘটলে তবেই হবে সার্বিক মুক্তি ।অগ্রসর পৃথিবীর সাথে নিজেরা যাতে পা ফেলে চলতে পারি তেমন শিক্ষা দরকার । সময়ের সাথে , সমসাময়িক বিশ্বের সাথে চলতে গেলে এমন পরিবর্তন প্রয়োজন হয় । পৃথিবীর অনেক দেশ এমন পরিবর্তন ঘটিয়ে অগ্রসর আর মুক্তবুদ্ধি আর দক্ষ মানুষের সৃষ্টি করেছে ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়