Dr. Aminul Islam

Published:
2020-11-20 17:48:54 BdST

একটা নিশ্ছিদ্র সুরক্ষা আইন চাই


 

ডা. অসিত বর্দ্ধন 

_______________________

একটা নিশ্ছিদ্র সুরক্ষা আইন চাই ।
আমাদের রোগীদের জন্য, যেন তারা সুচিকিৎসা পায়।
সাংবাদিকদের জন্য, যেন তারা নির্ভয়ে ভুল চিকিৎসার মর্মান্তিক বিবরণ দেশবাসীর সমক্ষে তুলে ধরতে পারেন।
রোগীর স্বজনদের জন্য, যেন তারা সকল ভুল চিকিৎসার জন্য চিকিৎসকের বিরুদ্ধে মামলা করতে পারে।
পুলিশের জন্য, যেন তারা দায়ী চিকিৎসকদের বিনা বাধায় আইনের হাতে সোপর্দ করতে পারে।
প্রশাসনের জন্য , যেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী , প্রতিবাদকারী দের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে পারেন,
রাজনৈতিক নেতাদের জন্য, যেন তারা প্রতিবাদহীন ভাবে বিষদগার করতে পারেন, তর্জনী তুলে শাসাতে পারেন ,
সকল অবৈধ ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সমূহের মালিক ও দালালদের জন্য যেন তারা কর্মসংস্থান করে রাষ্ট্রের অর্থনীতির চাকা চালু রাখতে পারেন।
বৈধ অবৈধ সব ফারমেসিওয়ালাদের জন্য , যেন তারা ইচ্ছামত ওষুধ প্রেস্ক্রিপশান করতে পারেন ও বিক্রি করতে পারেন।
হলুদ খাম হাতে বীরদর্পে ঘুরে বেড়ানো কর্পোরেট কিম্বা দেশি "এক্সিকিউটিভদের জন্য যেন তারা বিনা বাধায় রোগী সংগ্রহ করতে পারেন।
হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্যও সুরক্ষা দরকার।

" এনাদের সবার ডাক্তারদের হাত থেকে সুরক্ষা প্রয়োজন! "

কারণ
ডাক্তারদের কোন সুরক্ষা প্রয়োজন নেই,
রেফারেল সিস্টেম দরকার নেই,
ডিজিটালাইজেশন দরকার নেই,
ট্রেনিং প্রয়োজন নেই,
হাসপাতালে করমঘন্টা নির্দিষ্ট হওয়া প্রয়োজন নেই,
সাহায্যকারী প্রয়োজন নেই, জনবল , যন্ত্রপাতি কিছুই প্রয়োজন নেই
তবু তারা শুধু শুধু এগুলোর জন্য আবেদন করে
মানবিকতার দোহাই দিয়ে চিকিৎসা দেয়,

ডাক্তার সহ সবাই ডাক্তারদের হাত থেকে নিজেদের রক্ষার জন্য একটি নিশ্ছিদ্র আইন প্রণয়নের জন্য সর্বাত্মক সামজিক আন্দোলন গড়ে তুলুন।
আসুন আমরা আমাদের দেশে পৃথিবীর প্রথম এলোপ্যাথি ডাক্তার বিহীন এক নতুন সমাজ গড়ে তুলি ।
রামেক ২৫

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়