Dr. Aminul Islam

Published:
2020-11-19 20:30:02 BdST

রোগী হল আসলে বই , একে পড়তে হয়: হাসপাতাল হল শেখার আলয়


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী  
_____________________

চিকিৎসা বিজ্ঞান কেবল পুথিগত বিদ্যা নয় অনেক কিছু শেখার বিষয় ,সে জন্য একমাত্র চিকিৎসা শাস্ত্র অনলাইনে পড়া সম্ভব নয় । ক্লিনিকেল ক্লাস মানে রোগী আর হাসপাতাল ।রোগী হল আসলে বই , একে পড়তে হয়। হাস পাতাল হল শেখার আলয় এখানে হাতে কলমে কাজ শিখতে হয় ।
দক্ষতা অর্জন বা ক্লিনিক্যাল স্কিল শেখা ঘরে বসে হয় না , অবিরাম হাসপাতাল । আর এর পর কমিউনিকেশন । রোগীর সঙ্গে বাক্যালাপ । যোগাযোগ । আর ইন্টার্ন প্রশিক্ষণ নেবার সময় একজন ডাক্তার প্র ফে শনাল হবার তালিম নেবে। ইথিক্স শিখবে । ডাক্তারদের অধিকার , রোগী র অধিকার। জানতে হবে । আর পেশাদারি জীবনে নিজের সুরক্ষা করে পেশা চালানো যায় তাও তারা শিখবে । একজন ডাক্তার কেবল ক্লিনিকেল বিদ্যা শিক্ষা নয় অনেক বিষয়ে জানতে হয় , একজন ডাক্তার সমাজে একমাত্র পেশাজীবী জন , যিনি সর্বক্ষণ সাধারন মানুষের কাছে উন্মুক্ত, তাই অনেক কিছু জানতে হয় । রোগীডাক্তার সম্পর্ক উন্নয়ন একটি বড় বিষয় ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়