Dr. Aminul Islam

Published:
2020-10-30 01:15:11 BdST

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত নারীদের জন্য কঠোর পর্দা বাধ্যমূলক করলেন ডা. আব্দুর রহিম


 

প্রতিকী ছবি।


ডেস্ক
______________________

বাংলাদেশের রাজধানী ঢাকায় সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত নারীদের কঠোর পর্দা মেনে চলার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. আবদুর রহিম । তিনি বলেছেন, অফিস চলার সময় সকলকে মোবাইল ফোন বা ফোনের শব্দ বন্ধ রাখতে হবে। সকল মুসলিম নারীকে হিজাব বিধান মানতে হবে।
হিজাব মুসলিম নারীদের পরিধেয় পর্দা; যা ইসলামী শরীয়তি বিধানে কঠোর ভাবে পালন বাধ্যতামূলক।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম এই নির্দেশ দেন। এ ব্যাপারে পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার বিকেলে মিডিয়াকে বলেন, এ বিজ্ঞপ্তি শুধু অফিসের ভেতরে দিয়েছি। সংবাদপত্র বা ফেসবুকে দিইনি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস চলার সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনের শব্দ বা মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর ওপরে এবং মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে হবে। একই সঙ্গে পর্দা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়।
পরে জানা যায় , মন্ত্রণালয় এ বিষয়ে ডা. রহিমের কাছে এই অ-সরকারি নির্দেশ প্রদানের এখতিয়ার জানতে চেয়েছেন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়