Ameen Qudir

Published:
2017-01-29 20:37:22 BdST

হাজবেন্ড কি করে?



ডা. রাহাত আরা নূর
___________________________

শিক্ষিতরাই সহজভাবে নিতে পারে না';
সেখানে বাকি সমাজ তো অনেক দুরের ব্যাপার ।

মেয়েকে নিয়ে একজন প্রফেসরের চেম্বারে গিয়েছিলাম। পরিচয় দিলাম আমি একজন ডাক্তার। একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করি। বেশ অবজ্ঞার দৃষ্টি কি দেখলাম?

পরে প্রেসক্রিপশনে নাম লিখতে লিখতে প্রশ্ন করলেন হাজবেন্ড কি করে? বললাম মেয়ের বাবা নেই। থমকে যেয়ে চোখ তুলে তাকিয়ে দেখলেন। যেন ভাবখানা হাজবেন্ড নেই তারপরও এত রঙ্গীন শাড়ি? ম্যাচিং কানের দুল, গলায় মালা। হাতে চুড়ি আংটি।

বেশ সুন্দরীও বটে। আমার ক্লাস নির্নয় সংগে সংগে হয়ে গেল। স্বামী নেই, সাজের বাহার, এনজিওতে চাকরি, শুধু মা আর মেয়ে।


ভাল ভাবেই যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষার পর প্রেসক্রিপশন লিখলেন, কিছু পরীক্ষা করতেও দিলেন নির্লিপ্তভাবে। বের হবার সময় জিজ্ঞাসা করলাম ফি কি বাইরে দেব? হ্যাঁ সূচক মাথা নাড়ালেন।


ফিরে আসার সময় ভাবছিলাম ফলোআপে কি আবারও যাব?

__________________________

লেখক ডা. রাহাত আরা নূর । সুলেখক। লোকসেবী চিকিৎসক। পপুলেশন কাউন্সিল , ঢাকা অফিসে আছেন। প্রাক্তন সিএম সি২৭।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়