Ameen Qudir

Published:
2017-01-28 17:32:34 BdST

ডাক্তারদের ফি নির্ধারণ করে আইন হচ্ছে


 

ডা. খসরু আলম
________________________

অবশেষে ডাক্তারদের ওপরই নেমে আসছে কানুন।


চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের ফি নির্ধারণ করতে যাচ্ছে সরকার। চলছে প্রস্তুতি। ‘বেসরকারি চিকিৎসাসেবা আইন-২০১৬’-এর খসড়া মন্ত্রিসভায় শিগগিরই উপস্থাপন করা হবে। মিডিয়ায় এখন নিয়ে চলছে নানামুখী প্রচার। ডাক্তারদের জব্দ করার চেষ্টা চলছে। মিডিয়াও সরগরম।

এই আইন পাস হলে অফিস চলাকালে কোনও চিকিৎসক বেসরকারি বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন না। ছুটির দিনগুলোতেও তারা নিজ জেলার বাইরে গিয়ে রোগী দেখতে পারবেন না। এছাড়া, রোগীরা যেন চিকিৎসকের ফি সম্পর্কে জানতে পারেন সেজন্য সরকারের দেওয়া নির্ধারিত ফি চেম্বারের সামনে টাঙিয়ে রাখতে বাধ্য হবেন চিকিৎসকরা এবং ফি-এর রশিদ রোগীকে দিতেও বাধ্য থাকবেন তারা।

খসড়া আইনে আরও রয়েছে, সরকারি এই নিয়মের ব্যত্যয় ঘটালে চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের সম্পূর্ণ কিংবা আংশিক অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবেন আদালত।

______________________________

ডা. খসরু আলম । বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়