Ameen Qudir

Published:
2017-01-28 03:30:41 BdST

জিয়ার মাথার খুলির একাংশ এপোলোতেই : ডাক্তারদের বিরুদ্ধে গালিবন্যা শুরু


 

 

ডা. অঞ্জলি সাহা
__________________________

 


ঢাকার মিডিয়ার
কী ভয়ঙ্কর খবর । এমনটা ফাইভস্টার হাসপাতাল ঢাকা এপোলোতেই সম্ভব। এমনটা মন্তব্য ভুক্তভোগীদের। এখানে সুচিকিৎসা হয় না; হয় রোগীর বড়লোকি ও স্ট্যাটাস চিকিৎসা।


বাংলাট্রিবিউন সহ ঢাকার মিডিয়ার মহাগরম খবর হল,


এপোলো হাসপাতালে প্রথম আলোর ফটোগ্রাফার জিয়ার মাথার খুলির বামপাশটা অপারেশনের সময় যে খুলে রাখা হয়েছিল, রোগীর সিঙ্গাপুর যাত্রার সময় তা সঙ্গে দেওয়া হয়নি। সিঙ্গাপুর থেকে তা জানানোর পর অ্যাপেলো হাসপাতালে খোঁজ নিয়ে তা নিশ্চিত হওয়া যায়। এরপর শুরু হয় অ্যাপেলো হাসপাতালে থাকা জিয়ার মাথার খুলির একাংশ সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া ।
ঢাকার মিডিয়া এ নিয়ে সরগরম। ভাবা যায় ! এরকম ভয়ঙ্কর চিকিৎসা অবহেলা কোন সরকারি হাসপাতালে হয় না। আমি হলফ করে বলতে পারি। ঢাকা মেডিকেলে সামন্তলাল সেন স্যার যে চিকিৎসা দেন , তা বিশ্বমানের্ । আমরা সেসবের কোন প্রশংসা করি না। বরং স্ট্যাটাসের সন্ধানে ছুটি ফাইভস্টার গলাকাটার এপোলোতে।
আর তার ফলাফল হয় এরকমই। দোষ করে এপোলো মার্কা সিঙ্গাপুরী লন্ডনী হাসপাতাল। কিন্তু তার দায় বয়ে নিতে হয় ডাক্তারসমাজকে।
এপোলো সংক্রান্ত ঢাকাই মিডিয়ার খবরে মহাবিস্ময় ডাক্তারসমাজে। এও সম্ভব ! এত বড় ডাক্তারি কেলেঙ্কারি কোন সরকারি হাসপাতালে সম্ভব না। তারপরও গালির শেষ নেই। এপোলোর এই ফাইভস্টার অপচিকিৎসা নিয়ে এখন গালাগালের বন্যা বইবে দেশের সকল ডাক্তারদের বিরুদ্ধে। কিন্তু ফাইভস্টার এপালোর দায় সাধারণ খেটে খাওয়া ডাক্তাররা নেবেন না।


সবশেষে সুখবর হল, এপোলোর ভয়ঙ্কর অব্যাবস্থার পরও ফটোগ্রাফার জিয়া ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।
সিঙ্গাপুরের ডাক্তাররা জানিয়েছেন , জিয়া চোখ খুলেছে।
তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হবে।

____________________________

ডা. অঞ্জলি সাহা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়