রাতুল সেন

Published:
2020-07-28 18:08:05 BdST

স্বাস্থ্য দুর্নীতি :গডফাদার ভিলেনদের ধরুন:যারা দূর থেকে বাইনোকুলার দিয়ে সব দেখছে


 

অধ্যাপক ডা. মুজিবুল হক
বাংলাদেশের জ্যেষ্ঠ চিকিৎসক, শিক্ষাবিদ
______________________


সিনিয়র আমলারা তদন্তে নামছেন।

কেরানী আজমল কোটিপতি !
তার যে মেন্টর তাকে ডাটে ফাটে ইমিগ্রেশন পার করিয়ে দিলো  ,সেই হলো আসল কালপ্রিট; আসল অপরাধী ,সিনেমায় দেখা আসল বস বা গডফাদার ভিলেন। যেনো দুর থেকে বাইনোকুলার দিয়ে দেখছে।

পাবনার সিভিল সার্জনকে কাঁদানোর কেলেঙ্কারি TV( মাছরাঙা )তে দেখে ঘৃণায় অন্তরে নিজেও
কাঁদি।আর বুঝি আসল দুর্বৃত্তরা কত শক্তিশালী।

যদি এবারের একত্রিত চৌকস অতি শক্তিশালী, আমলারা প্রকৃত সততার সংগে স্বাস্থ্যের দুর্নীতির শেকড় অনেকটা উপড়ে ফেলেন, তবে শত শত
মানুষ প্রকৃত শ‍্রদ্ধা দেখাবে অন্তর থেকে নিরব প্রার্থনা করে ।
আর যেন মিঠুর মত/তার লোকেরা আর
স্বাস্থ‍্য মন্ত্রণালয়ের এর বারান্দায় বুক ফুলিয়ে
হাটার সাহস না পায়।(কেন পেত?)

তবেই জাতির পিতার অদম্য কন্যা,আমাদের
মাননীয় প্রধান মন্ত্রীর প্রত্যাশাও পূরণ হবে।

এর পরপর বালিশ কেলেঙ্কারির দিকে একই রকম শক্তিশালী দল
আদ্দ‍্যপান্ত দুর্নীতি উৎঘাটন করতে না নামলে সরকারেরই বদনাম হবে । নইলে সত‍্য/মিথ‍্যার নানা
গল্প বাতাসে ঘুরবে।

প্রাসঙ্গিক না হলেও একটা তথ্য উল্লেখ করি,
ঢাকা মেডিকেল এ
বছরে হাজার হাজার অপারেশন হয়।

আদিকাল থেকে এই চরম দুর্নীতির দেশে
একটি লোকও এজন্য কোনো ডাক্তারকে ১ টি টাকার ঘুষ দিয়েছেন, কেউ বলতে পারবে না।

বালিশ কেলেঙ্কারির মত আরো বহু সেক্টর রয়েছে সেখানে ব্যত্যয় হয়েছে শত হাজার কোটি টাকার।সে
সব গুরুত্বপূর্ণ খরচ আর অপচয় নিয়ে নিশ্চুপ সকলে,
নিশ্চুপ আমার স্ত্রীর অনেক পছন্দের মিথীলা ফারজানা।
সত্যি কিছু করুন।মানুষের এখন চোখ খোলা।

বিবেকানন্দ বলেছিলেন " চালাকি দ্বারা মহত্ত্ব অর্জনকরা যায় না"।
______________

অধ্যাপক ডা. মুজিবুল হক
MBBS (Dh), FCPS, FRCP, DDV (Dhaka), DDV (Vienna).Former Professor & Head, Dept. of Dermatology, Dhaka Medical College & Hospital (DMCH).
Dermatologist and Sexual Medicine specialist. Also in Skin Allergy and Male Infertility.

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়