রাতুল সেন

Published:
2020-06-02 23:25:19 BdST

' ভাইয়া, কেমন আছিস?': আর বলবেন না সিলেট মেডিকেলের সাবেক ভিপি ডা. মনজুর


 

ডেস্ক
____________________

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মনজুর রশীদ রশীদ চৌধুরীর মৃত্যু হয়েছে।

অধ্যাপক ডা. মোহিত কামাল শোক এপিটাফে লিখেছেন, ' ভাইয়া, কেমন আছিস?'
পিঠে চাপড় দিয়ে আদর করে কথা বলতেন তিনি।
সিলেট মেডিকেল কলেজের সাবেক ভিপি ( SOMC14) প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরীর আর এমন মধুর প্রশ্ন শোনা হবে না। আজ সকাল আনুমানিক ১১ টায় শেষ নিঃশ্বাস ছেড়েছেন তিনি । সন্ত্রাসী করোনার প্রবল আক্রোশে এ পর্যন্ত চলে গেলেন দেশের ১৪জন প্রতিথযশা চিকিৎসক ।

ডা. টিপু সুলতান জানান,

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে করোনায় এখন পর্যন্ত দেশের ১২ জন প্রতিথযশা চিকিৎসক মারা গেছেন । আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনাতে আক্রান্ত হয়েছেন ৯০০ এর বেশি চিকিৎসক।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৬১ বছরের মনজুর রশিদ চৌধুরী ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর তিনি আনোয়ার খান মর্ডান হাসপাতালেই রোগী দেখতেন।

ডা. মঞ্জুর রশীদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্দশ ব্যাচের ছাত্র ছিলেন এবং মেডিকেল কলেজের সাবেক ভিপি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

_____________________________

AD....

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়