রাতুল সেন

Published:
2020-05-22 17:54:24 BdST

চট্টগ্রাম মেডিকেল :করোনার প্রথম অধ্যায়ের সমাপ্তি : দ্বিতীয় অধ্যায়ের শুরু


ফাইল ছবি  

অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী
চট্টগ্রাম মেডিকেল কলেজ
_____________________

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের দক্ষিন-পূর্ব অন্চলের একমাএ নির্ভরযোগ্য tertiary hospital যেখানে নিরবিচ্ছিন্ন ভাবে এতদ অঞ্চলের সেবা প্রদান করা হয়। কোভিড ১৯ এর শুরু থেকেই আমাদের হাসপাতালের সুযোগ্য পরিচালক মহোদয় ও মেডিসিন বিভাগের যোগ্য নেতৃত্বে ও ব্যবস্হাপনায় ফ্লু কর্নার নামে সম্পূর্ন ওয়ার্ড তৈরী করে । বিগত মার্চ মাস থেকে এই ফ্লু কর্নারে চট্টগ্রামের সমস্ত কোভিড সন্দেহভাজন রোগীদের সেবা দিয়ে আসছে । চট্টগ্রামের জনগনের একমাএ আস্হাস্থল এই চট্টগ্রাম মেডিকেল, যেখান থেকে কোন রুগী কখনো ফিরিয়ে দেয়া হয় না । সকলের স্বাস্হ সেবা দিতে আমরা বদ্ধ পরিকর ।সেই হিসেবে গাইনী ও অবস্ বিভাগ নির্দেশিত TRIAGE এর মাধ্যমে সমস্ত নন্ কোভিড ও সাস্পেক্টেড কোভিড রোগীদের দেবা দিয়ে আসছিলো । অন্নান্য সেবাকেন্দ্র গুলিতে যেহেতু স্বাস্হ সেবা কিছুটা restricted করেছিলে , চমকহা তে অদ্যিবধি পূর্বের নিয়মেই আকুন্ঠভাবে সেবা দিয়ে গেছে আমাদের ফ্রন্টলাইন যোদ্ধারা । আমি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করতে চাই, আমাদের যোদ্ধাদের সাথে রোস্টার করে অনকলে হাসপাতালেই অবস্হান করে সমানতালে তাদের পাশে পাশে সহযোগিতা করছে আমাদের কন্সাল্টেন্ট ও সহকারি অধ্যাপক গন , সকাল, দুপুর এবং এমনকি রাতেও। যাদের সহঅবস্হানে যোদ্ধাদের মনোবল আরোও বেড়ে যায় এবং অএ হাসপাতালের প্রসুতি বিভাগ থেকে একটি রোগীও সেবাদান থেকে বঞ্চিত থাকেনি এবং থাকবেওনা ইন্শাআল্লাহ্ । অতি অল্পসংখ্যক শুধু ট্রেইনি, ডিজিও ও রেসিডেন্ট দের নিয়ে আমরা এ অন্চলের সেবা দিয়ে যাচ্ছি, নেই কোন ইনটার্নী , নেই কোন অবৈতনিক ট্রেইনি, বরং অনেকে ই এই মহা দূ্র্যোগের কারনে নিজেকে গুটিয়ে নিয়েছে নিরাপত্তার জন্য। অবিরাম সেবার ব্রতনিয়ে নার্সদের রোগী পরিচর্যা প্রশংসনীয় , অন্নান্য স্বাস্থ্য সহযোগিরাও নির্বিঘ্নে স্বাস্থ্য সেবায় সহযোগিতা করে যাচ্ছে নিরলসভাবে । যেহেতু Covid test চট্টগ্রামে অপ্রতুল ছিলো , সেহেতু আমরা জানা / অজানা সমস্ত রোগীদেরই সতর্কতার সাথে যতদুর সম্ভব নিজেদের সুরক্ষা করে সেবা দিতে গিয়ে গাইনী বিভাগের অনেক ট্রেইনী ই ইতিমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছে। তাদের জন্য রইলো গভীর সমবেদনা ও সহমর্মিতা । নিশ্চই কোন অজানা রোগীর সেবা দিতে গিয়ে তাদের আজ এ অবস্হা। তারা এখন ভালো আছে এবং হোম আইসোলেশনে আছে।তাদের আশু নিরাময় কামনা করছি । এই প্রথম উপসর্গ সহ একটা পোস্ট সিজারিয়ান রোগীর কোভিড টেস্ট করে কোভিড কন্ফার্ম করা গেছে । মা ও নবজাতক বাড়ীতে সুস্হ আছে, আমরা টেলিফোনে ফলোআপ করছি । আজ থেকে আমাদের চমক হাসপাতালে কোভিড , সাস্পেক্টেড এবং নন কোভিড সকল রোগীর সেবাদান কার্যক্রমের শুভ সুচনা হলো । সবার জন্য দোয়া চাই । ধন্যবাদ ।

 

AD..

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়