ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-21 18:38:25 BdST

ভেতরে ডাক্তার মা কাঁদছে , বাইরে কাঁদছে তার সন্তান



ডা. সুমন হুসাইন
_______________

মা অন্য ঘরে, ছেলে বায়না ধরেছে মায়ের কাছে যাবে । মেয়ে বায়না ধরেছে মায়ের সাথে রাতে শুবে । ওদের ডাক্তার মাকে খুব কমই পায় বাচ্চা দুটো । তবে, মা বাড়িতে আছে, অথচ মা ওদের সাথে থাকেনি - এমনটা হয়নি কখনো ।
দরজা ধাক্কায় ওরা, মাকে ডাকে ।
ওদের ডাক্তার বাবা ওদেরকে বুঝানোর চেষ্টা করে, ভেতর থেকে মা ও ।
ওরা বুঝে না । ছেলেটা দরজা ধাক্কা দ্যায়, লাথি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে ।

ভেতর মা কাঁদে, যে মা একজন ডাক্তার । কোভিড-১৯ পজিটিভ প্যাশেন্টের ট্রিটমেন্ট দিতে গিয়ে যিনি গতকাল রাত থেকেই কোয়ারান্টাইনে, সবার থেকে আলাদা থাকছেন ।

চিত্রটা কল্পনা করুন । বেশ কষ্ট দিচ্ছে না গল্প টা? দারুণ না গল্প টা?

এটা গল্প নয়, একটুও গল্প নাই এখানে । আমার অনেক কাছের এক ডাক্তার আপুর গল্প । গল্পটা সব ডাক্তার মা বাবার গল্প । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের একটা ইউনিটের একটা প্যাশেন্টের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে । প্রায় সব ডাক্তার,নার্সরাই তার কনটাক্টে এসেছে ডায়াগনোসড হওয়ার আগে । সো পরের গল্প বুঝতেই পারছেন?
সবার ডাক্তারের পিসিআর টেস্ট করতে দেওয়া হয়েছে । না হউক এমন । মিটফোর্ড আর বরিশাল মেডিকেলের পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়তো "করোনাপুরী" হিসেবে যোগ হতে যাচ্ছে এ লিস্টে ।

সৃষ্টিকর্তা,
এই নিষ্পাপ বাচ্চাগুলোর সাথে এই যে মায়ের লুকোচুরি - সহ্য করতে পারেন?

গাইনীতে প্রায় সব ডাক্তার আপুর ই এক দুইটা ছোট্ট বাচ্চা আছে । ডিউটির সময় যখন এগুলো নিয়ে কথা হয় - সবাইকেই একটা কথা বলতে শুনেছি, আমি মারা যাই কোনো সমস্যা নাই, আমার বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাদের কি হবে?

সেদিন গাইনীতে কোভিড-১৯ সাসপেক্টেড একটা প্যাশেন্ট Expire করে । সেদিন কয়েকজন আপু বাসায়ই যান নি, তাদের একটা চিন্তা তখন - আমি মরে যাই, সমস্যা নাই, আমার বাচ্চাগুলোকে যদি আমার জন্য ইনফেক্টেড হতে হয়, তাহলে মরে গিয়েও নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি আজ বাসায় যাবো না ।

এসব দেখে শুনে আমার প্রচণ্ড মন খারাপ হয় ।
আমি মনে মনে ভাবি, আমার তো ভালোই, আমার এসব কোনো চিন্তা নাই, আমি আক্রান্ত হলে কিংবা মরে গেলে - আমার তো কোনো দুঃখই নাই ।
আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই । বউ ও
নাই ।

ঈশ্বরকে মনে মনে বলি - আমারে না হয় নাই দেখলা, এদের কষ্ট দেখে কেমনে সহ্য করো?

_________________
ডা. সুমন হুসাইন
মমেক, ১৪-১৫

__________________________

AD. 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়