Ameen Qudir

Published:
2020-04-11 19:34:57 BdST

করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন ডাক্তার আই সি ইউ-তে



ডাক্তার দের ছবি লেখক ডা. মোহাম্মাদ টিপু সুলতানের কাছে পাওয়া।
ডেস্ক
_____________________

বাংলাদেশের কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত ২২ জনের ভিতরে ৩ জন ডাক্তার আই সি ইউ-তে রয়েছেন।

ডা. মোহাম্মাদ টিপু সুলতান জানান,

বাংলাদেশের কোভিড-১৯ আক্রান্ত ২২ জনের ভিতরে ৩ জন ডাক্তার আই সি ইউ-তে রয়েছেন। তাদের অবস্থা কিছুটা আশংকাজনক। ওনারা সবাই করোনা আক্রান্ত রোগীর কাছ থেকে সংক্রমিত হয়েছিলেন।

১. ডাঃ মোঃ মাসুদুর রহমান খান,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টেরলজী বিভাগের সহযোগী অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজের M-20 ব্যাচের ছাত্র। বর্তমানে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন আছেন।

২. ডাঃ মইনুদ্দিন, সহকারি অধ্যাপক, মেডিসিন , সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা মেডিকেল কলেজের K-48 ব্যাচের ছাত্র। বর্তমানে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন আছেন।

৩. ডাঃ অরুণ কুমার বসাক,তিনি নারায়নগঞ্জের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন। বর্তমানে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন আছেন।

সবাই তাদের জন্য দোয়া করবেন।
---------
ডা. মোহাম্মাদ টিপু সুলতান ।
Medical Officer, ICU at Al Helal Specialized Hospital
Indoor Medical Officer at Reliance General & Renal Hospital Limited
Arogya Sadan Private Hospital
Former Duty Doctor at Shamrita General Hospital
Former Intern Doctor at Faridpur Medical College Hospital
Former যুগ্ম সাধারণ সম্পাদক at বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা
Studied 19th Batch at Faridpur Medical College

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়