Ameen Qudir
Published:2020-04-11 18:41:17 BdST
করোনা নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকের ভয়ংকর ইথানল গবেষণা: মৃত্যুর পথে স্বাগতম
অধ্যাপক ডা. এম আবুল হাসনাৎ মিল্টন /রাজিব রাজু
____________________________
করোনা নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকের ভয়ংকর গবেষণা- মৃত্যুর পথে স্বাগতম।
দেশটাকে সবাই মিলে ইচ্ছে মত মৃত্যুকূপ বানাচ্ছি। ফেসবুকে একজন প্রফেসরের বিবৃতি সহ একাত্তর এবং এনটিভির একটা নিউজ ব্যাপকভাবে ভাবে ভাইরাল হচ্ছে।। ইথানল বাষ্প গ্রহন করলে নাকি করোনা থেকে মুক্তি মিলবে। খুবই ভয়াবহ বিষয় হবে এটি। কিছু সাধারন বিষয় তুলে ধরছি...
১। প্রথমত আপনার আমার পক্ষে সবচেয়ে পরিশোধিত ইথানল পাওয়া সম্ভব না। ইন্ডাস্ট্রি বা সাধারন বাজারে যেই ইথানল পাওয়া যায়, তাতে সালফারসহ অনেক বিষাক্ত উপাদান থাকে। এখন এই ধরনের ভেজাল ইথানল বা এলকোহল যদি আপনি শ্বাসের মাধ্যমে নেন, এই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো আপনার শরীরে খুব সহজেই ঢুকে পড়বে। আর তার প্রভাব আপনার শরীরে অতি দ্রুত এবং মারাত্মকভাবে পড়বে। এর কারনে আপনার ফুসফুস, ব্রেইন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা আপনার মৃত্যুর কারনও হতে পারে। প্রমান হিসেবে বলা যায়, সম্প্রতি করোনা থেকে মুক্তি পেতে ইরানে ইথানল বিষক্রিয়ার জন্য সর্বমোট ২৪৪ জনের মৃত্যু সহ ২১৯৭ জন অসুস্থ হয়েছিল।
২) ধরে নিলাম, আপনি কোন ভাবে বিশুদ্ধ ইথানল বা এলকোহল সংগ্রহ করে ফেললেন, এবং আত্মবিশ্বাসের সাথে ইথানল বাষ্প নেয়ার প্রস্তুতি নিলেন। এখন যদি আপনি তা প্রয়োগ করেন, তো আরেকটা ভয়াবহ বিপদকে ডেকে আনলেন। ইথানল অনেক পরিচিত তার পানি শোষন করার ক্ষমতার ( Hygroscopic Properties) জন্য। আপনি যখন ইথানল বাষ্প গ্রহন করবেন তখন আপনার শরীরের ভিতরে ইথানলের পানি শোষন করার ক্ষমতা অত্যাধিক হারে বেড়ে যাবে। যদি আপনি এই ইথানল আপনার ফুসফুস পর্যন্ত নিয়ে যান, সেখানে গিয়ে ফুসফুসের প্রয়োজনীয় পানি ইথানল শুষে ফেলবে। যা শ্বাসকষ্ট, ব্রেইন স্ট্রোক থেকে শুরু করে মৃত্যুর কারন হতে পারে।
৩) ইথানল বাষ্পের সাথে গ্রহন করার একটা ট্রেন্ড নেশা সেবনকারীদের মাঝে ২০১৪ সালে কিছু কিছু জায়গায় শুরু হয়ে ছিল।খুবই অল্পমাত্রায় এই এলকোহল বাষ্প প্রচুর নেশা তৈরি করতো বলে, এই ট্রেন্ড খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গিয়েছিলো। কিন্তু কিছুদিনের মধ্যেই তা অনেকের চোখ অন্ধ করা থেকে শুরু করে অনেক ব্যক্তির মৃত্যু ঘটিয়ে ছিলো। এখন এই ট্রেন্ড নেশা গ্রহণকারীদের মাঝে আর প্রচলিত নেই। যুক্তরাষ্ট্র ও ইঊরোপসহ অনেক দেশেই এই ধরনের প্র্যাক্টিস সম্পুর্ন ভাবে নিষিদ্ধ।
সবাই দয়া করে এই ধরনের আত্মঘাতী কাজ করা এবং শেয়ার থেকে দুরে থাকুন। মিডিয়ার কাছেও আরো দায়িত্বশীল ভূমিকা পালন করি।
পুনশ্চ: প্রিয় নেতা জয়নাল হাজারীর যে ভিডিও ক্লিপ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, তা ঘুর্ণাক্ষরেও বিশ্বাস করার কোন কারণ নাই। মানুষের ফুসফুস প্লাস্টিকের খেলনা না যে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম।
(ঈষৎ সম্পাদিত। মূল তথ্যসূত্র ও লেখা: রাজিব রাজু, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়, আমেরিকা।)
__________________________
মিডিয়ায় যেভাবে বর্ণাঢ্য প্রপাগান্ডা এই মৃত্যু ইথানল নিয়ে , তার নমুন দৈনিক অধিকার নামের পত্রিকা থেকে দেয়া হল।
ইথানলে সারবে করোনা, জানালেন বাকৃবি অধ্যাপক
ক্যাম্পাস ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১৬:৫০
facebook sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonemail sharing buttonsharethis sharing button
ইথানল
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ফলে লকডাউন অবস্থায় রয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। ফলে ঘরবন্দি কয়েকশ কোটি মানুষ। প্রাণঘাতী এ ভাইরাস থেকে বাঁচতে বিজ্ঞানীরা নানা পর্যায়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
ঠিক সেই মুহূর্তে ইথানলে কোভিড-১৯ বা করোনাভাইরাস রোগ সেরে যাওয়ার দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
তার এমন দাবি কিছুটা হলেও আশার আলো ছড়িয়েছে দেশের গবেষকদের মধ্যে। তবে অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তিনি আশাবাদী হলেও এখনো ল্যাবরেটরিতে গবেষণা করেননি। সরকার চাইলে তিনি এ বিষয়ে গবেষণা করতে তিনি প্রস্তুত আছেন। এ জন্য প্রয়োজন বিসিএল-৩ টাইপের ল্যাব ও করোনার রোগী।
শ্বাসতন্ত্রের সংক্রামক রোগে ইথানল বেশ কার্যকরী। তিনি নিজেই নিজের দেহে তা প্রয়োগ করে সুফল পেয়েছেন। অধ্যাপক আলিমুল ইসলাম তার এমন মতামতটি নিজের ফেসবুকে পেজেও শেয়ার করেছেন। সেখানে তারই এক শিক্ষার্থী জানিয়েছেন যে, জাপানেরও একজন গবেষক একইভাবে গবেষণা চালিয়ে সফল হয়েছেন।
ড. আলিমুল বলেন, ‘যে কোনো ভাইরাসের দুটি আবরণ থাকে। ইথানল কিংবা সাবান প্রয়োগে ওই দুটি স্তর গলে যায়। এমতাবস্থায় ধ্বংস হতে অনেকটাই বাধ্য ভাইরাসটি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানী জানান, আরএনএ গোত্রের করোনা ভাইরাসের বেশ কয়েকটি জাত রয়েছে। কোভিড-১৯ তার একটি। করোনার কোনো কোনো গোত্রকে ইথানল প্রয়োগে ধ্বংস করা যায়। আরএনএ গোত্রের প্রতিটি ভাইরাসের চরিত্র প্রায় কাছাকাছি বলে ইথানলে কোভিড-১৯ রোগটি সারবে বলে মনে করছেন তিনি।
এক্ষেত্রে করোনা আক্রান্ত রোগী কী মাত্রায় এই ইথানল ব্যবহার করবেন সেটিও তিনি জানান। তিনি বলেন, ‘ইথানল-মিশ্রিত কুসুম গরম পানির কুলকুচি করে বা বাষ্প টেনে এর সুফল পাওয়া যেতে পারে।’
‘প্রথমে একটি চায়ের কাপে অথবা একটি ছোট সাইজের প্লাস্টিক মগে ৬০ মিলি ফুটন্ত গরম পানি ঢালুন তারপর এতে অ্যাসিটোন ফ্রি খাঁটি ঘন ৪০ মিলি ইথানল (ইথাইল অ্যালকোহল ৯৯.৯%) ঢেলে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত নাক দিয়ে ঐ বাষ্প টানতে থাকুন।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘এটি কোনো চিকিৎসা নয়। চিকিৎসা সহায়ক পদ্ধতি।’
তিনি বলেন, ‘সাধারণ সর্দি জ্বর কাশি ও গলা ব্যথাসহ শ্বাসকষ্টের রোগীরাও এটি করে ফল পেতে পারেন। করোনায় আক্রান্ত রোগীরাও এটি করে কার্যকর ফল পেতে পারেন। তবে ইথানল ব্যবহারে সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। কারণ ক্লিনিক ও ল্যাবরেটরিতে গবেষণার কাজ ছাড়া এর ব্যবহারে অনুমতি নেই। সরকার চাইলেই এটি সম্ভব।’
ড. আলিমুল জানান, তিনি নিজে ও তাঁর আটজন ছাত্র ইথানল ব্যবহার করে এরই মধ্যে জ্বর ও সর্দি কাশিসহ শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। তবে ইথানল ব্যবহারে অ্যালার্জি রয়েছে এমন হৃদরোগী, অ্যাজমা ও ডায়াবেটিস রোগীদের এটি ব্যবহার বারণ বলে জানান তিনি।
জানা যায়, ড. আলিমুল ইসলাম একজন আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য গবেষক। তিনি এর আগে ডেঙ্গু, চিকুনগুনিয়া, সার্স করোনা-১ সহ বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনেও কাজ করেছেন।
আপনার মতামত দিন: