Ameen Qudir

Published:
2020-04-11 18:01:02 BdST

তরুণ ডাক্তারের অনুরোধ : তার মতো যারা বেকার আছে তাদের জন্য যেন একটু চেষ্টা করি


 

ডা.আতিকুজ্জামান ফিলিপ  
_______________________

প্রিয়ভাজন এক সতীর্থ সহযোদ্ধা ছোটভাই ফোন করে জানালো ভয়াবহ করোনার মহামারি আক্রান্ত এই কালরাত পারি দিতে সরকার না-কি নতুন কিছু চিকিৎসক নিয়োগ দেবে।
বেকার চিকিৎসক ভাইটি আমার যে সোর্স থেকে তথ্যটি পেয়েছে তার একটা স্ক্রিনশটও পাঠিয়েছে।

স্ক্রিনশটটি পাঠিয়ে অনুরোধ করেছে তাদের মতো যারা তরুণ বেকার চিকিৎসক আছে তাদের জন্য আমি যেন একটু চেষ্টা করি, যেন উপরমহলে একটু যোগাযোগ করি।

নিজের অজান্তেই চোখ দু'টি কি একটু ভিজে আসলো!!

(প্রিয় ছোটভাই,
তথ্যটি সঠিক কি-না এখনও নিশ্চিৎ হতে পারিনি।
যেখানে নিশ্চিৎ সুযোগ ছিলো সেখানেই তোমাদের জন্য কিছু করতে পারিনি!
সেখানেই হাজারো চেষ্টা আর নিরলস শ্রম দিয়েও তোমাদের প্রতি উপরমহলের মন এতটুকু গলাতে পারিনি!)

যাইহোক,
এই করোনা মহামারিতে যখন করোনাক্রান্ত বাপকে ফেলে ছেলে পালাচ্ছে, যখন করোনাক্রান্ত ছেলেকে ফেলে বাপ পালাচ্ছে তখন আমার এই বেকার চিকিৎসক ভাইটি তার বাসার নিশ্চিৎ নিরাপদ গণ্ডি ছেড়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিপদসঙ্কুল করোনার ময়দানে প্রানের ঝুঁকি নিয়ে অর্থাৎ প্রানটা হাতে নিয়েই স্বেচ্ছায় করোনাযুদ্ধে লড়তে আসতে চায়ছে!

তারপরেও আপনারা বলছেন আমরা চিকিৎসকরা পালিয়ে যাচ্ছি!

এইতো মাত্র দু'দিন আগে কেরানীগঞ্জের জিয়ানগরে গভীর রাতে রাস্তার উপর অসুস্থ্য অবস্থায় পড়ে কাতরাচ্ছিলেন একজন বৃদ্ধ অথচ করোনার ভয়ে কেউই তার পাশে যাচ্ছেন না।
কেউ দূরে দাঁড়িয়ে তামাশা দেখছেন, কেউবা পালিয়ে বাঁচার চেষ্টা করছেন!

কিন্তু খবর পেয়েই আমার আরেক সতীর্থ সহযোদ্ধা চিকিৎসক বড়ভাই(Mir Mobarak Hossain দিগন্ত) ছুটে গেলেন বৃদ্ধের পাশে।
হাসপাতালে তুলে এনে জরুরী চিকিৎসাসেবা দিয়ে সুস্থ্য করে তুললেন বৃদ্ধকে।

তারপরেও আপনারা বলছেন আমরা পালিয়ে যাচ্ছি!

আমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলার আগে একবারও কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন?

এই আপনারাই নিজ এলাকায় করোনা হাসপাতাল তৈরিতে বাঁধা দিচ্ছেন!
এই আপনারাই নিজ এলাকার কবরস্থানে করোনাক্রান্ত মৃতদেহ দাফন করতে বাঁধা দিচ্ছেন!
এই আপনারাই করোনার ভয়ে চিকিৎসকদেরকে ঘরভাড়া দিচ্ছেন না কিংবা বাড়ি ছাড়ার নোটিশ দিচ্ছেন!

নিজেকে আগে প্রশ্ন করুন কারা পালিয়ে যাচ্ছেন, কারা অমানবিক আচরণ করছেন তারপর নাহয় আমাদের চিকিৎসকদের দিকে আঙুল তুলবেন!

এই দূর্যোগময় মহামারিতে আমাদেরকে পাড়ি দিতে হবে আরো বহু পথ, দুস্তর বন্ধুর পথ।
এই পথ চলতে শারীরিক শ্রমে ক্লান্ত আমাদের চিকিৎসকদের মনোবল আর ভেঙে দিবেন না দয়া করে।
আপনাদের এই তিরস্কার আর তুচ্ছতাচ্ছিল্য আমাদেরকে আরো ক্লান্ত করে তুলবে।
এই যুদ্ধে জয় পাওয়া তখন আমাদের জন্য আরো কষ্টসাধ্য হয়ে পড়বে।

মনে রাখবেন আপনারা যদি উৎসাহ আর ভালোবাসা দিয়ে আমাদের দিকে এক কদম এগিয়ে আসেন তাহলে দ্বিগুন ভালোবাসা নিয়ে আমরা আপনাদের দিকে দশ কদম এগিয়ে যাবো।

সবাই ভালো থাকবেন।
________________________
ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়