Ameen Qudir

Published:
2020-04-04 17:27:43 BdST

"প্রাইভেট চেম্বারে আসা করোনাবাহক রুগির কম্যুনিটি ট্রান্সমিশনের দায় কি নিবেন?"


ডা. আতিকুজ্জামান ফিলিপ

_______________________________

চিকিৎসকদের প্রাইভেট চেম্বার খুলতে বলেছেন।

চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে একজনও যদি করোনাক্রান্ত রুগি আসে এবং তার দ্বারা যদি কম্যূনিটি ট্রান্সমিশন ত্বরান্বিত হয় তার দায় কি নিবেন?

কিংবা প্রাইভেট চেম্বারে রুগি দেখতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক যদি আক্রান্ত হন তাহলে লক্ষণ আসার আগে ঐ চিকিৎসক নিজেই যে আরো হাজারো রুগির মাঝে করোনা সংক্রমন করবেন তার দায় কি নিবেন?

নিজের আর্থিক ক্ষতি অগ্রাহ্য করেও যে একজন চিকিৎসক প্রাইভেট চেম্বার বন্ধ রাখার মাধ্যমে কম্যূনিটি ট্রান্সমিশন প্রতিহত করতে সহায়তা করছেন তা কি মাথায় ঢুকবে?

অন্য সাধারণ সময় প্রাইভেট চেম্বার করার কারনে চিকিৎসকদেরকে হেন ভর্ৎসনা নেই যা করা হয় না!
মূলত এই প্রাইভেট চেম্বার করার কারনেই চিকিৎসকদের গায়ে 'কসাই' তকমা জুটেছে!

সেই কসাইদেরকেই কেন এখন হুমকি দিয়ে প্রাইভেট চেম্বার খুলতে বলা হচ্ছে?

এইসব প্রাইভেট চেম্বারগুলোতে যে সারাদেশের প্রায় এক তৃতীয়াংশ রুগি দেখা হয় এবং তার দ্বারা যে এদেশের রুগিরাই উপকৃত হন (চেম্বারগুলো বন্ধ থাকার কারনে) তা কি এখন টের পাচ্ছেন তারা?

প্রাইভেট চেম্বার বন্ধ রাখলেও এই চিকিৎসকরাই সরকারি হাসপাতালে তো ঠিকই সেবা দিয়ে যাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়?

চিকিৎসকরা সরকারি হাসপাতালে সেবা দিতে বাধ্য কিন্তু প্রাইভেট চেম্বারেও কি সেবা দিতে বাধ্য?
নিশ্চয়ই বাধ্য নন।।

______________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়