Ameen Qudir

Published:
2020-03-29 16:25:07 BdST

ডা. পলাশকে বীরের মর্যাদা দিন,না হলে দেশে বীরের জন্ম হবে না



ডেস্ক
_________________

সবাইকে বলা হচ্ছে, ঘরে যান। বাইরে বের হবেন না। এ সময় কিছু মানুষকে বের হতেই হচ্ছে। কারণ এটাই তার জীবন। এটাই তার পেশা। এ রকম একজন ডা. পলাশ। শেষমুহূর্ত পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সেবা করে গেছে।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৩তম ব্যাচের ছাত্র।
এই লেখাটি ডাক্তার সমাজের মনের অভিব্যাক্তি।


লিখেছেন প্রথিতযশ চিকিৎসক মাহবুব মোতানাব্বী;ডা.  মাহবুব মোতানাব্বী লিখেছেন, 
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে পাশ করে বেসরকারি মেডিক্যালের ই এম ও (emergency medical officer) র কঠিন দায়িত্ব পালন করে কঠিন সংগ্রামের পর চক্ষুচিকিৎসার উচ্চতর কোর্সে চান্স পেয়ে যোগ দেয়ার অপেক্ষায় ছিল। ফুলের মত সুন্দর একটি মেয়ে আছে তার। চিকিৎসক স্ত্রী ও এবারই রক্তসঞ্চালনবিদ্যার উচ্চতর কোর্সে চান্স পেয়েছে। জীবনটাকে একটু গুছিয়ে এনেছিল ওরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন সে। আর স্ত্রী, সন্তান সহ কোয়ারান্টাইনে।
উনার সাথে যে সকল ডাক্তাররা কথা বলেছেন তারা বলেছেন উনি কথা বলার সময় ভেঙে পড়েন নি কিন্তু তার প্রতিটি কথায়ই ছিল আত্মপ্রত্যয়। তিনিই বীর যিনি সংকটে ও বীরের ভূমিকা য় থাকেন। চিকিৎসা এখন ও শেষ হয় নি। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।
প্রিয় দেশবাসী, ছোট্ট একটা অনুরোধ কি করতে পারি?প্রকৃত বীরকে বীরের মর্যাদা দিন। না হলে কিন্তু দেশে বীরের জন্ম হবে না।
সূত্র : ফেসবুক সংগ্রহ

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়