Ameen Qudir

Published:
2020-02-18 22:12:09 BdST

'সন্তান ডাক্তারি লাইসেন্স পাবে না জেনেও অনুমোদনহীন মেডিকেল কলেজে ভর্তি করছেন কেন'


ডেস্ক

__________________

'মানহীন অনুমোদনহীন মেডিকেল কলেজে সন্তানকে কেন ভর্তি করাচ্ছেন! কেন জেনে শুনে বিষ পান করছেন! আপনার সন্তান তো ডাক্তারি করতে পারবে না। কেন লাখ লাখ টাকা, সব মিলিয়ে কোটি টাকার ওপরে মেডিকেল প্রতারকদের দিচ্ছেন। আর শেষে গিয়ে হাউ মাউ করে কাদছেন ! বেশী টাকা থাকলে সন্তানকে বিদেশে মানসম্পন্ন প্রতিষ্ঠানে পড়ান। কিংবা টাকাগুলো গিয়ে জনকল্যানী কিছু করুন।' 
এ প্রশ্ন এখন সচেতন চিকিৎসক মহলের । তাদের হয়ে কথা গুলো বললেন বিশিষ্ট চিকিৎসক আলমগীর হোসেন।
ডা. এমডি শেখ আব্দুল্লাহ লিখেছেন, ·
, একটা মেডিকেল কলেজের বিএমডিসি এর অনুমোদনই নাই,; মানে সেই মেডিকেল থেকে পাস করা কেউ বাংলাদেশে ডাক্তারি করার লাইসেন্স পাবে না।এটা জেনেও বাবামা সেই মেডিকেলে কিভাবে বাচ্চাকাচ্চাকে ভর্তি করে, তাও কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে?
বাংলাদেশের মানুষের এত টাকা কেনো?
আর টাকা থাকলেও সেই টাকা বাচ্চাকে যেনোতেনোভাবে নামকাওয়াস্তে ঠেলেঠুলে একটা এমবিবিএস পাস করানোর জন্যই কেনো খরচ করতে হবে?এই মানসিকতার পেছনে ব্যখ্যা কি?

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়