Ameen Qudir

Published:
2020-02-16 00:30:40 BdST

মমেক হাসপাতালে ক্যাথল্যাব উদ্বোধনে কেন ছিলেন না হাসপাতালের পরিচালক


ডেস্ক
___________________

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধোধন হল বহুল প্রত্যাশিত ক্যাথল্যাব। লাখ লাখ রোগী সেবা পাবেন এ থেকে। এই উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ডা. নাসিরউদ্দিন আহমেদ। কেন ছিলেন না তিনি , তার ব্যখ্যা দিয়েছেন স্বয়ং। সেই ব্যখ্যা প্রকাশ হল।
ক্যাথল্যাব এর শুরুর আয়োজন এ কেন থাকিনি/ বিগ্রেডিয়ার ডা. নাসিরউদ্দিন আহমেদ

আসসালামুআলাইকুম প্রিয় ময়মনসিংহ বিভাগ বাসী।

আজকের এই দিনটিতে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থাকিনি কারণ আমাদের হাসপাতাল ও কলেজের অধিকাংশ ডাক্তারদের কাছে যারা শিক্ষাদীক্ষায় অনেক বড় দাবি করেন তাদের শিষ্টাচার ও সৌজন্যতায় তারা এতটাই দরিদ্র যে ;তারা আমাকে স্বাভাবিক শিষ্টাচারটুকু দেখেননি বলেই আমি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকিনি।

আমার জীবনে প্রয়োজন সামান্য। আত্মমর্যাদাবোধকে সবচেয়ে উপরে রাখি।

এ শহরের সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন উপলব্ধি করি।আমার প্রিয় প্রাংগনে আমাকে অনেকে পছন্দ করেনা না।
আমি কাজ করে গেছি চার বছর চার মাস আল্লাহর ভয়ে।
কিন্তু আপনারা (আমার প্রাংগনের বড় বড় অধ্যাপক বৃন্দ)আমাকে সম্মান না করলেও আমার তাতে কোন সমস্যা ছিল না; কিন্তু অসম্মান করার অধিকার আপনাদেরকে আমি দিইনি।
আমি হতে পারি সেনাবাহিনীর বা আপনাদের জেলার না।
তারপরও জনগণ যতদিন চাইবে আল্লাহ আপনি আমাকে ততদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে রাখুন।
আমি অতি সাধারণ, তেমন বড় বড় ডিগ্রি নেই।
কিন্তু সাধারণ মানুষের অসাধারণ দোয়ার মধ্যে বেঁচে থাকতে চাই।
বিনীত
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়