Ameen Qudir

Published:
2020-02-03 00:49:22 BdST

নতুন ভাইরাস এলার্ট : আতঙ্কিত হবেন না , সতর্ক থাকুন




অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সাহিত্যের পথিকৃৎ
______________________

নতুন ভাইরাস এলার্ট : আতঙ্কিত হবেন না , সতর্ক থাকুন

চীনে নিউমোনিয়া ঘটানোর ভাইরাস এর প্রাদুর্ভাব হওয়াতে সেখানে উদ্বেগ সৃষ্টি হয়েছে । উদ্বেগের কারণ আছে কিন্তু আতঙ্কের কারন নাই।
নতুন এই করোনা ভাইরাসের গল্প শুরু চীনের হুয়াং এ গত মাসে আর এখন তা জন উদ্বেগে রূপ নিয়েছে সে দেশে । এই ভাইরাস ঘটায় নিউমোনিয়া , ইতিমধ্যে বেশ ক জনের মৃত্যু ঘটেছে আর এর বিস্তারে সংক্রমিত হয়েছে বিশাল সংখ্যক মানুষ । মানুষ থেকে মানুষের মধ্যে ঘটে এর সম্প্রচার । মুখের মাস্কের বিক্রয় আকাশ চুম্বী । থাইল্যান্ড , জাপান , ফিলিপাইন্স ,দেখা গেছে । আমেরিকায় একজন এর দেখা গেছে । সব চীন থেকে আগত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী সভায় বসেছে ।
আরও দুটো বিষয় চিন্তার বিষয় ঃ চান্দ্র নতুন বছর আসছে লক্ষ লক্ষ চীন দেশি এই সপ্তাহন্ত ছুটিতে ঘরে যাবে পরিবারের সাথে মিলিত হতে
দ্বিতীয় হল ২০০৩ সালে চীনে SARS (Severe acute respiratory distress syndrome ) মোকাবেলা । প্রাদুর্ভাবের খবর অনেকটা সংরক্ষিত এর প্রচার কম । হাত ধোয়া আর টিকা হল একটি পন্থা কিন্তু নতুন প্রাদুর্ভাবের খবর সঠিক সময়ে প্রচার হলে প্রতিবিধানের ব্যবস্থা হয় সময় মত । এয়ার পোর্টে স্ক্রিনিং চেক ।বাংলাদেশ এয়ার পোর্টেও চীন প্রত্যাগত যাত্রীদের চেক করা হচ্ছে ।
একেবারে নতুন এই ভাইরাস নতুন প্রজাতির করোনা ভাইরাস । তবে এর আগ্রাসি রূপ সারসের মত নয় ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়