Ameen Qudir

Published:
2020-01-03 02:25:13 BdST

জেএসসির ফল: সারাদেশে ৯ শিক্ষার্থীর আত্মহত্যা: অভিভাবকদের করণীয়

ডা. আশীষ দেবনাথ
অবেদনবিদ, নোয়াখালি
____________________

জেএসসির ফল প্রকাশের পর পত্রিকার খবরে জানা যায় সারাদেশে ৯ শিক্ষার্থী আত্মহত্যা করেছে: শোকার্ত পরিবেশ ভুক্তভোগী পরিবারে। এখন অভিভাবকদের করণীয় :

আপনার সন্তানকে নির্দিষ্ট বয়সের পর নিজেরা সাথে করে না নিয়ে বন্ধুদের সাথে স্কুলে যেতে শিখান।

জিপিএ ফাইভের জন্য অতিরিক্ত চাপাচাপি না করে তার মেধার মানের পড়াশোনায় সহায়তা করুন।

অহেতুক স্কুলের বইয়ের পড়াশোনায় জোরজবস্তি না করে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে উদ্বুদ্ধ করুন।

নিয়মিত ভাবে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করিয়ে মেধার মুক্ত মনন বিকাশে সন্তানকে গড়ে তুলতে সহায়তা করুন।

~মনে রাখবেন একগাদা ভারী সার্টিফিকেটের ফাইল জীবনে সফলতার নিশ্চয়তা দেয় না।।

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়