Ameen Qudir

Published:
2019-11-03 23:34:10 BdST

মেডিক্যাল কলেজের সংখ্যা ক্রমেই বাড়ানো হচ্ছে আর এদের মানও ক্রমেই কমছে


প্রতিকী ছবি। ফাইল থেকে।

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ___________________

মেডিক্যাল কলেজের সংখ্যা ক্রমেই বাড়ানো হচ্ছে আর এদের মানও ক্রমে কমছে। এতে বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের ডাক্তারদের ব্যর্থ হতে হবে অনেককেই। কেউ এর মান বাড়াবার আন্তরিক চেষ্টা করছেন না । আর এদিকে অসংখ্য তরুন তরুণী সে সব মেডিক্যালে ভর্তি হচ্ছে এরা মান এর ব্যাপারে অবহিত নয়। আগামিতে এর ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে । যারা এসবকে প্রশ্রয় দিচ্ছেন এবং জেনে শুনে বুঝে এমন কাজ করছেন একদিন এজন্য জবাবদিহির আওতায় আসতে হতে পারে ।
ডাক্তারিকে যতই নিরুতসাহিত করা হোক , ডাক্তারিতে ভরতি হবার আগ্রহ মানুষের তত বাড়বে যারা একে নিরুৎসাহিত করেন এদের সন্তান আর স্বজনরাও ডাক্তারিতে ভর্তি হবার জন্য পরীক্ষা দেবে । তাই সবাই মিলে, ডাক্তারি র বিরুদ্ধে যারা তারা ও ,মিলে ডাক্তারি পড়াশুনা র মান রক্ষার জন্য বলা উচিত । চুপ থাকলে নিজেদের ক্ষতি হবে , তাই ভাবুন নিজেদের সন্তানদের আগামী উজ্জ্বল দিনের জন্য।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়