Ameen Qudir

Published:
2019-11-01 23:13:49 BdST

অন্য পেশাজীবিদের ফি বাড়লে কোন আপত্তি নেই, যত আপত্তি ডাক্তারের ফি নিয়ে


 

ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
_______________________

ডাক্তারের ফি নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। কেউ কেউ থাকেন অতিমাত্রায় আক্রমণাত্মক । বিনা ফিতে রোগী দেখতে হবে সেকথাও কোন কোন মানব দরদী ব্যাক্তি বলে থাকেন! ডাক্তারি একটি পেশা। অন্যসব পেশার মানুষের মতো ডাক্তারদেরও পরিবার আছে।সেই পরিবার চালাতে তাকেও খরচ করতে হয়। কোন পেশাতেই ফি কমানোর কথা কেউ বলেনা। বরং এসব ফি দিনদিন বেড়েই যাচ্ছে এবং বেড়েও যাবে ধরে নেয়া যায় । বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে একজন অধ্যাপক হওয়া কেমন কঠিন তা যারা এই পেশার সাথে যুক্ত সবাই মোটামুটি জানেন। অনেক ত্যাগ তিতিক্ষার পরে অনেক পরিশ্রমের পরেও অনেকেই অধ্যাপক হিসেবে অবসরে যেতে পারেন না। বাংলাদেশে একজন অধ্যাপক যত ফি নেন তা কোনভাবেই বেশি নয়। বরং অনেকেই অনেক কম নেন একথা নির্দ্বিধায় বলা যায় । গরীব হলে অনেক অধ্যাপককে চেম্বারেই অনেক টাকা কম নিতে বা না নিতে দেখেছি। অনেক ডাক্তারের আত্মীয় স্বজনের থেকেও অনেক চিকিৎসক টাকা নেন না বা কম নেন। বিভিন্ন দেশে চিকিৎসক ফি অনেক বেশি। বাংলাদেশে ছোটখাট অসুখেও অনেকেই অধ্যাপক দেখাতে চান। ভাইরাল ফিভারে যখন অধ্যাপক স্যার শুধু প্যারাসিটামল লেখেন তখন বেশ হতাশ হন। সাথে যদি ফি নেন সেই কথা সবাইকে উঁচু গলায় নেতিবাচক কথা বলে বেড়ান । এই ধরণের মানসিকতা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়