Ameen Qudir

Published:
2019-08-24 23:43:41 BdST

'পুরস্কার লাগবে না,পুরস্কারের প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এই পেশায় আমরা আসি নি'


 

 

ডা. রাজীব দে সরকার
______________________________

ডেঙ্গু নিয়ে মিডিয়ার তোলপাড় কমে গেছে।

কমে যায় নাই চিকিৎসক নার্সদের বিরতিহীন কর্মযজ্ঞ।

আগে দিনে ২/৩ বার যে রোগীগুলোকে ফলোয়াপ দিতে হতো, সেই রোগী গুলোকে আমাদের ইন্টার্নী ডাক্তার আর সহকর্মীরা মিলে ১০/১২ বার ফলোয়াপ দিচ্ছেন। দিনের মধ্যে কয়েকবার চিকিৎসার পদ্ধতিতে পরিবর্তন করতে হচ্ছে। আবার ফাইলে সে সব লিখতে হচ্ছে।

একজন রোগীর পেছনের আগের তুলনায় ৩/৪ গুণ সময় দিতে হচ্ছে।

আবার আগের তুলনায় রোগী ভর্তির সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের বিছানা, বিছানার পাশের ফ্লোর, ফ্লোরের বিছানাটার পাশের জায়গাটুকু, বারান্দার দুই পাশে, চিকিৎসক সেবিকাদের রুমের সামনের ফাঁকা জায়গাটুকুও আর ফাঁকা নাই।

অথচ মিডিয়া কাশ্মীর আর ইয়েমেন নিয়ে ব্যস্ত।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 'জনপ্রশাসন পদক' আছে। অবশ্য তারা এদিক সেদিক দু-একটা পদক ছাড়েন। যেমনঃ কোন একবার দেখলাম সারা বাংলাদেশে একজন মেডিকেল অ্যাসিসটেন্টকে তারা পুরস্কৃত করেছেন।

আবার এদিকে দেখলাম "জাতীয় শুদ্ধাচার পুরষ্কার' দেওয়া হবে। সেখানে একজনকে তার মূল বেতনের সমপরিমাণ টাকা দেওয়া হবে। আইডিয়া খারাপ না।

কেউ কি জানেন, মাস শেষে আমার ইন্টার্নী ডাক্তার কতো পান? কেউ কি জানেন, কিভাবে পেট চলে একজন সদ্য পাশ করা ডাক্তারের? কিভাবে সে পরবর্তী পড়াশোনার জন্য বই কেনেন? কীভাবে সে নিজের জন্য, পরিবারের জন্য একটা জামা কেনে?

ডেঙ্গু নিয়ে অমানুষিক পরিশ্রম করা আমাদের ইন্টার্নী চিকিৎসকরা কি একটা পুরষ্কার পেতে পারে না?

নাকি বাংলাদেশে চিকিৎসকরা কোন পুরষ্কার ডিজার্ভ করেন না?
ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল আরো একজন চিকিৎসক মারা গেছেন

আচ্ছা বাদ দেন...
পুরস্কার লাগবে না।

অন্তঃত নিজের কাছে নিজেই একটা শপথ করেন। শপথ করেন, আপনি কোনদিন কোন সিচুয়েশনে পড়েও বাংলাদেশের কোন জুনিয়র চিকিৎসক এর সাথে দুর্ব্যবহার করবেন না। এই টুকু করতে পারবেন না?

নিজের কাছে নিজেই প্রমাণ করুন, আপনার শরীরে মেজর ডালিমদের রক্ত প্রবাহিত না।

পুরস্কারলাগবে না।
পুরস্কারের প্রত্যাশা নিয়ে (বাংলাদেশে) এই পেশায় আমরা আসি নি।
_________________________
লেখকঃ ডা. রাজীব দে সরকার
রেজিস্ট্রার, সার্জারী বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
প্রচার ও জনসংযোগ সম্পাদক, বিএমএ, রাজবাড়ী
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)
আহবায়ক, সুহৃদ সমাবেশ, গোয়ালন্দ উপজেলা।
সাবেক সভাপতি, ইন্টার্নী চিকিৎসক পরিষদ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ইমেইলঃ [email protected]

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়