Ameen Qudir

Published:
2019-08-05 06:01:04 BdST

ডেঙ্গু এবং এলাকার বেসরকারি ক্লিনিক মালিকদের গোপন মিটিং


 

 

ডাঃ শিরীন সাবিহা তন্বী

____________________________

দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ।
এলাকার বেসরকারি ক্লিনিক মালিক গন চিন্তিত ভঙ্গিতে এক গোপন মিটিং এ বসেছে।

এটা হতে পারে না। ডেঙ্গির সিজনে আমাদের কামাই শুন্যের কোটাতে থাকবে তাই কি হয়?
এলাকার সরকারি হাসপাতাল আর এর ডাক্তাররা আমাদের ভাত মেরে দিচ্ছে।
এই ডাক্তার রা এই দেশের পাগল গোষ্ঠী। শুনেছি সরকারি চাকরি করে না, এমন ডাক্তার রা হেলথ ক্যাম্প করতে বন্যা এলাকায় চলে গেছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু রুগীর চিকিৎসার জন্য ডাক্তাররা দুই তিন বেলা ডিউটি করে। আবার মেডিকেল এর ছাত্র ছাত্রীরা স্কুলে গিয়ে ডেঙ্গু সচেতনতা করছে।
সব মিলে ক্লিনিক ব্যবসার বারোটা।

অবশেষে একটা আইডিয়া পেলেন তারা।খুশিতে ডগমগ সবাই।

এক বেসরকারি টিভি চ্যানেলের জুনিয়র রিপোর্টার আর ক্লিনিক মালিকের মিটিং।
- তারপর রিপুর্টার সাহেব।ফ্লাট কিনছেন কোন এলাকায়?
- জ্বী। ফ্লাট নাই। ভাড়া বাসায় থাকি।
- হা হা হা। কি কন? এত বড়ো লজ্জা। রোদে বানে কষ্ট করে রিপুর্ট করবেন। আর ফ্লাট কিনতে পারলেন না? সিনিয়র দের দেখেন।

- জ্বী। উনারা এত বছর খাটুনী করেছেন। তাই কিনেছেন।

- উনারা কষ্ট করে কিনেছেন। আপনি কষ্ট না করে কিনবেন।দিলীকা বালার কটা ফ্লাট জানেন? ২৩ টা।
কি দিয়ে কিনছে?হা হা হা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়