Ameen Qudir

Published:
2019-07-07 21:05:27 BdST

ডাক্তারদের পোস্টমর্টেম: ভালো কাজ তুলে ধরতে পারে না: ভুল গুলো গোপন করতে পারে না


 

 

ডা. সাঈদ এনাম

______________________

ডাক্তারদের অনেক সমস্যা আছে।

এরা এদের ভালো কাজ গুলোকে যেমন ঠিকমতো তুলে ধরতে পারেনা,
তেমন খারাপ কাজ বা ভুল গুলো গোপন করতে পারেনা।

চুরি করতে পারেনা, সাধুগিরি ও করতে পারেনা। যা করার সেটাও ঠিকমতো করতে পারেনা।

কথা বলতে পারেনা, চুপ থাকতেও পারেনা।

একজন আরেকজনের পিছনে লেগেই আছেতো, লেগেই আছে।

সিনিয়র কতৃক জুনিয়র এর প্রেশক্রিপশন ছুড়ে ফেলে দেয়া ডাল ভাল।

নিজের ডায়াগনস্টিক ছাড়া অন্য ডায়াগনস্টিক এর রিপোর্ট দেখলে নাক সিঁটকানো মামুলি বিষয়।

অপারেশন থিয়েটারে ডাক্তার ডাক্তার মারামারি গালাগালি করে, একদল আরেক দল কে নিয়ে হাসাহাসি ঠাট্টা তামাশা করে। পেশেন্ট এগুলো সব বুঝে, সুযোগ মতো ব্যবহার করে।

কোনমতে একটা পোস্ট গ্রাজুয়েশন হলে সেই যে চেয়ার টেবিল নিয়ে চেম্বারে বসে, দিন দুনিয়ায় আর কোন খবর নেই। সামাজিকতা নেই, আনুষ্ঠানিকতা নেই।

পেশেন্ট এবং পাব্লিকের সাথে আজীবন ডিল করতে হয়, অথচ পেশেন্ট ম্যানেজমেন্ট, পাব্লিক ম্যানেজমেন্ট এর অ, আ- ক, খ কিছুই বুঝেই না।

অনেক সময় "কিছু না দিয়েও যে অনেক কিছু দেয়া যায়, কিছু না বলেও যে অনেক কিছু বলা যায়", এসব জানেই না।

এসম্পর্কে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট লেভেলেও পড়াশুনা বা ট্রেনিং এর ও কোন ব্যবস্থা নেই।

কোনমতে পাশ দিয়ে ধুম করে গহীন গ্রামে পোস্টিং নেয় কোনরুপ বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াই। ফলাফল, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তাছাড়া সুপিরিয়র কমপ্লেক্সিসিটিতো আর আছেই।

সবচেয়ে বড় বিষয়, এক সময় খুব ভালো ছাত্র না হলে চিকিৎসা বিদ্যায় চান্সই পেতো না। এখন আট দশ লাখ টাকা হলেই ফেইল করা ছাত্র ছাত্রীও ডাক্তারি পড়তে পারে।

ডাক্তারের এসব বিষয় বিশ্বাস হয়না? ছদ্মবেশে একবার যাননা কোন ডাক্তারের হাসপাতালে বা চেম্বারে...!

সবচেয়ে বড় ব্যাপার, আত্মসমালোচনা ডাক্তাররা খুব কম করে। পছন্দও করেনা।

অফিস ফাঁকি দেন প্রতিদিন কিন্তু চেম্বারে কাটায় কাটায়, পারলে দুমিনিট কিভাবে আগে যাওয়া যায়, সে ধান্দায় ব্যতিব্যস্ত।

এ অবস্থা চললে ভবিষ্যত পরিস্থিতি আরো খারাপ হবে।
______________________________
ডা. সাঈদ এনাম
সাইকিয়াট্রিস্ট

মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন
মেম্বার, ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়