Ameen Qudir

Published:
2019-06-19 22:06:27 BdST

ডাক্তারদের উপর হামলা চালালে ১০ বছরের জেল, ৫ লক্ষ টাকা জরিমানা: আইন আনছে দিল্লী


 

ডেস্ক
________________________

নীল রতন হাসপাতাল হামলাকান্ডের পর ভারতবর্ষ জুড়ে ডাক্তার দ্রোহে ইতিবাচক ফল পাচ্ছেন চিকিৎসকরা।
খবর অনুযায়ী, দিল্লীর কেন্দ্র সরকার ডাক্তারের সুরক্ষায় বড় পদক্ষেপ নিচ্ছে। ডাক্তারদের সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্র সরকার একটি বড় আইন আনছে। এই আইনের অন্তর্গত ডাক্তারদের উপর হামলা করার ঘটনাকে বড় অপরাধের শ্রেণীতে ফেলা হবে এবং এই অপরাধের জন্য দোষীদের মোটামুটি ১০ বছরের সাজা হবে। এর পাশাপাশি ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ৷ এমন দাবি নিয়ে আইএমএ’র তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আইনের খসড়া জমা পড়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন চিকিৎসকদের নিরাপত্তার জন্য আইন প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ৷ এর পাশাপাশি ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের উপর অত্যাচারের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত করেছে ও এই ধরনের ঘটনার বিরুদ্ধে মজবুত আইন প্রণয়নের উদ্যোগ চলছে। ৷

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. হর্ষ বর্ধন সব রাজ্যে সরকারকে এই ব্যাপারে বিচার করতে বলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী খুব তাড়াতাড়ি সব রাজ্য মন্ত্রীদের সাথে বৈঠক করবেন এবং খবর পাওয়া গিয়েছে যে এই বৈঠকে ডাক্তারদের সুরক্ষার জন্য কঠোর আইন ছাড়াও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টেও বদল করা হতে পারে। সব রাজ্যের সঙ্গে বিবেচনা করে ও তাদের প্রস্তাব আসার পর এই বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়