Ameen Qudir

Published:
2019-06-17 21:45:27 BdST

সর্বভারতে চিকিৎসক ধর্মঘট আজ: একাত্ম সবশ্রেনীর মানুষ:অদ্ভুত মমতা মাখা প্লাকার্ড




ডা. গুলজার হোসেন উজ্জ্বল
_____________________________

আজ ১৭ই জুন, ২০১৯। সর্বভারতে আজ চিকিৎসক ধর্মঘট।

পশ্চিমবংগের নীলরতন সরকার হাসপাতালের এক চিকিৎসকের উপর হামলার জের ধরে সারা ভারতে ছড়িয়ে পড়েছে বিরাট চিকিৎসক বিক্ষোভ। ইতিমধ্যে গণপদত্যগ করেছেন রাজ্যের সিনিয়র চিকিৎসকেরা।

অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই বিক্ষোভে একাত্ম হয়েছেন দেশের সবশ্রেনীর মানুষ। অদ্ভুত মমতা মাখা প্লাকার্ড নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছেন।

আমাদের দেশে কয়েকবছর আগে একজন নারী চিকিৎসক হাসপাতালে ডিউটিরত অবস্থায় নিহত হয়েছেন।

কয়েকমাস আগে একজন নারী চিকিৎসক কর্মস্থল থেকে ফেরার পথে ধর্ষিত হয়েছেন।

বর্তমানে একজন নারী চিকিৎসক এলাকার যুবকের হয়রানির শিকার হয়ে একরকম ফেরারী হয়ে ঘুরছেন।

নাগরিক সমাজের পক্ষ থেকে এগুলোর কোন প্রতিবাদ দেখিনি। খুব রহস্যজনক কারণে নারীবাদী সংগঠনগুলি নারীর পেশাগত অধিকার ও নিরাপত্তা নিয়ে খুব একটা আগ্রহী নন। তারা কি নিয়ে আগ্রহী আমি ঠিক বুঝতেও পারিনা।

নারীদের কথা বললাম। কারণ পুরুষ ডাক্তারদের কথা বললে স্ট্যটাস শেষ হবেনা।

এমন না যে আমাদের দেশের মানুষেরা কোন ডাক্তারের কাছ থেকে নিঃস্বার্থ সেবা পাননা। এমন না যে তারা বিপদে আপদে কোন ডাক্তারের শরণ নেননা। সবই করেন৷ তারপরও আস্ত সমাজ ধরে বিষদগার করেই তারা তৃপ্তি পান৷ আর নিজের পছন্দের ডাক্তারকে আলাদা করে বলেন " আপনি ব্যতিক্রম। আপনার মত সবাই হলে বদলে যেত সবকিছু"।

এরকম কমপ্লিমেন্ট পেলে আগে সিরিয়াসলি ভাবতাম আসলেই বোধহয় আমি ব্যতিক্রম। পরে দেখলাম প্রায় সব ডাক্তারই এরকম কাস্টমাইজড কম্পলিমেন্ট পান। সবাইকেই আলাদা আলাদাভাবে কেউ না কেউ বলে " আপনার মত মানুষ হয়না ভাই"।
____________________________

ডা. গুলজার হোসেন উজ্জ্বল । বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী। কলামিস্ট। হেমাটোলজি বিশেষজ্ঞ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়