Ameen Qudir
Published:2019-04-29 19:49:30 BdST
মনে আছে কি এক মন্ত্রী একবার আদেশ করেছিলেন,'২৪ঘন্টা ইমার্জেন্সি খোলা থাকবে'
ডা. আতিকুজ্জামান ফিলিপ
____________________________
মাশরাফির প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে, দুর্বলতা আছে, মায়া আছে সর্বোপরি একটা পক্ষপাতিত্ব আছে!
সবিনয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি চাইলেই মাশরাফিকে সমালোচনা করতে পারিনা, সে যোগ্যতা আমার নেইও!
কারন-
আমি মাশরাফির মতো এতোটা দেশপ্রেমিক না,
হাটুতে এমন সাতটা কিংবা সতেরটা অপারেশন নিয়ে আমি দেশের জন্য সিনা টান করে দৌড়াতে পারিনা যেমনটি মাশরাফি পারে!
কারন-
মাশরাফির মতো আমি এতোটা নির্লোভ না যে কোটি টাকার লাক্সারি গাড়ির অফার ফেরৎ দিয়ে গরীব দুঃখী রুগিদের জন্য একটা এ্যম্বুলেন্স কেনার চিন্তা মাথায় আনতে পারি!
কারন-
আমি মাশরাফির মতো এতোটা উদার পরোপকারী না যে নিজের গাটের লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার কৃষককে বিনামূল্যে বীজ সরবরাহ করতে পারি!
কারন-
আমি মাশরাফির মতো এতোটা দরিদ্রপ্রেমী না যে কয়েকশো দরিদ্র ছেলেমেয়ের পড়াশুনার খরচ নিজের টাকায় চালানোর মানসিকতা ধারন করি!
কারন-
আমি মাশরাফির মতো এতোটা যুধিষ্ঠির না যে সরকারি ভূমি দখলমুক্ত করতে নিজের বাড়ি বা নিজের নানার বাড়ি ভেঙে ফেলারও হুকুম দিতে পারি!
কারন-
আমি মাশরাফির মতো এতোটা প্রচার ও প্রসংশা বিমুখ না যে যখন কেউ আমাকে প্রসংশা করতে বা তোষামোদি করতে এগিয়ে আসে তখন বলবো যে আমি নই বরং এদেশের কৃষক চিকিৎসক আর মুক্তিযোদ্ধারই এদেশের প্রকৃত নায়ক!
আমি পারিনি তাই মাশরাফির সমালোচনা করিনি!
কিন্তু আমার যেসব প্রিয় চিকিৎসক ভাইয়েরা মাশরাফির সমালোচনা করছেন তারা একবারও কি ভেবেছেন সমালোচনা করতে করতে আপনারা নিজেরাও কতোটা নিচে নেমে যাচ্ছেন!
গত দু'দিন ধরে কমবেশী আপনাদের সকলের সমালোচনাই পড়লাম!
স্বীকার করে নিচ্ছি মাশরাফির বলা শব্দগুলোর মধ্যে আপত্তির যথেষ্ট কারন আছে!
কিন্তু সেই আপত্তিজনক শব্দের প্রতিবাদে মাশরাফির সমালোচনা করতে গিয়ে আপনারা যেসব শব্দ ব্যাবহার করছেন সেগুলো যে আরো আপত্তিজনক তা কি একবারও ভেবে দেখেছেন ?
সেই কয়টি আপত্তিজনক শব্দের প্রতিবাদ করতে গিয়ে আপনারা যে মাশরাফির বিরুদ্ধে সত্যমিথ্যা গালগল্প বানিয়ে মাঠের গরু ছাদে উঠাচ্ছেন তা কি ভেবে দেখেছেন ?
আমার মনে হয়েছে অভিজ্ঞতার অভাব এবং আঞ্চলিকতার(নিজের বন্ধুবান্ধবের সাথে যে টোনে কথা বলেন) কারনে মাশরাফি এই শব্দগুলো ব্যাবহার করে ফেলেছেন!
যদি মাশরাফি জানতেন যে নড়াইলের ঐ হাসপাতালে কতজন চিকৎসকের পোস্ট আছে এবং পোস্টের বিপরীতে কতজন চিকিৎসকের ঘাটতি আছে!
যদি মাশরাফি জানতেন দুপুর সাড়ে তিনটা চিকিৎসকদের অফিস আওয়ার না বরং ইমার্জেন্সি আওয়ার এবং ইমার্জেন্সি আওয়ারে সকল চিকিৎসকের একসাথে ডিউটি থাকে না তাহলে হয়তো তার আচরনটা এমন নাও হতে পারতো!
আপনারা মাশরাফির সমালোচনা করছেন!
আপনাদের নিজেদের মন্ত্রীই তো জানেনা যে ইমার্জেন্সি আওয়ারে কতজন ডিউটি করে এবং কতক্ষণ ডিউটি করে!
মনে আছে কি আপনাদের মন্ত্রী একবার এই আদেশ জারি করে লোক হাসিয়েছিলো যে,
'এখন থেকে ২৪ঘন্টা ইমার্জেন্সি খোলা থাকবে।'
স্বীকার করে নিচ্ছি-
যে কনসালটেন্ট বিনানোটিশে টানা তিনদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলো তার সাথে মাশরাফি যে ভাষায় কথা বলেছেন তা মোটেও অফিসিয়াল ও মার্জিত ছিলো না!
আপনারা শুধু মাশরাফির অশালীন ভাষাটাই দেখছেন কিন্তু যে চিকিৎসক বিনানোটিশে কর্মস্থলে অনুপস্থিত ছিলো তার দোষটা দেখছেন না!
স্বীকার করে নিচ্ছি মাশরাফি যে ভাষায় কথা বলেছে সেটা কোন অফিসিয়াল এটিকেট না যদিও আমি এখনো মনে করি অভিজ্ঞতার অভাব এবং অপরিপক্ব বয়সের কারনেই মাশরাফি এই ভুল শব্দগুলো ব্যাবহার করে ফেলেছেন!
একজন দেশপ্রেমিক মাশরাফির দুটো অর্বাচীন শব্দে আপনাদের সম্মান ধুলোয় লুটিয়ে যাচ্ছে!
অথচ অন্যকোন লুটেরা দুর্নীতিবাজ এমপি মন্ত্রী বা অশিক্ষিত পাতি নেতারা যখন এর চেয়েও নোংরা ভাষায় আপনাদেরকে অযাচিত অন্যায় শাসন করে তখন তো আপনাদের মুখে রা শব্দটি দেখি না!
____________________________
ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur
আপনার মতামত দিন: