Ameen Qudir

Published:
2019-04-08 07:29:05 BdST

ডাক্তারদের কাছে আসলে সবাই "বিশ্ব গরীব " হয়ে যায়




ডা. ফাতেমা জোহরা
__________________________

ডাক্তাররা আজকাল মার খাচ্ছে ভীষণ। কথায় কথায় তাদের গায়ে হাত তুলছে মানুষ। কবিরাজ, হুজুর এদের কাছে রোগী মরলে মানুষ বলে "জীবন মরন আল্লাহর হাতে"। আর ডাক্তারদের হাতে রোগী মরলে শুনতে হয় " ব্যাটা কসাই"।হুজুরের ওয়াজ শুনতে নাকি হাজার টাকা দেয় মানুষ কিন্তু ডাক্তারদের কাছে আসলে সবাই "বিশ্ব গরীব " হয়ে যায়।তবুও ডাক্তাররা চিকিৎসা দেয়।নিজেদের ব্যক্তিগত জীবনে সবকিছু ত্যাগ করে তারা সেবা দেয়।কিন্তু বিনিময়ে কপালে বদনাম আর মাইর জোটে বেশিরভাগ।মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, তীব্র নিন্দা আর প্রতিবাদ এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমাদের দায়িত্ব। ভাবখানা এমন যে আমি তো মার খাইনি।একজন সিনিয়র আবার বলেন যে ভদ্রভাবে এগিয়ে যেতে,তেনারা নাকি অতি সভ্য।আচ্ছা সভ্যতা ধুয়ে আর কতদিন পানি খাবেন মহামান্যরা।এই যে মার খেয়ে রক্তাক্ত হচ্ছে ডাক্তাররা তাদের এই অবস্থার জন্য রাস্ট্র থেকে মামলা করা হচ্ছেনা কেন?ডাক্তার না হয়ে অন্য পেশায় থাকলে এতদিনে তুলকালাম হয়ে যেত।আমরা পড়াশোনা করে সেবা দিতে এসেছি, মার খেতে আসিনি।"একতাই বল" শুধু ছোটবেলাতেই পড়া হয়।বড় হলে মানুষ মনে হয় তা ভুলে যায়।নাহলে এতদিনে সব ডাক্তার মিলে কাজ করলে মানুষ গায়ে হাত তোলার সাহস পেত না।
___________________________
লেখক : ডা. ফাতেমা জোহরা
সুলেখক। পেশায় মনোচিকিৎসক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়