Ameen Qudir

Published:
2019-03-06 12:52:01 BdST

ব্যাপক তদন্তে প্রমাণ হল ডা. হোসনে আরার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা ও ভিত্তিহীন


 

ডেস্ক
________________________

মিডিয়া ও তথাকথিত জেহাদী জাগ্রত জনতা তাকে বানিয়েছিল বিনা দোষের অপরাধী। তাকে মানসিক নির্যাতন ও অসম্মানের শিকার হতে হয় তাদের হাতে। অবশেষে ব্যাপক তদন্তে প্রমাণ হয়েছে ডাঃ হোসনে আরার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা ও ভিত্তিহীন।

বিশিষ্ট চিকিৎসক কামরুল হাসান সোহেল জানাচ্ছেন, কুমিল্লার দাউদকান্দিতে ডাঃ হোসনে আরার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি পেটে যমজ বাচ্চার এক বাচ্চা রেখে প্রসূতির পেট সেলাই করে দেন এবং সংকটাপন্ন রোগীকে রেফার করে দেন। তথাকথিত 'জাগ্রত জনতা' তার রেজিস্ট্রেশন বাতিলের ও দাবি জানায়।

বিএমডিসির তদন্তে কমিটি তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে এবং তার রেফারাল সঠিক বলে রায় দিয়েছে।
চিকিতসকের যেমন দায়বদ্ধতা আছে, রোগী বা তার আত্মীয়স্বজনের ও দায়িত্বশীলতা আছে। ডাক্তার হোসনে আরা যদি ছবি তুলে তার কাজের ন্যয্যতার প্রমান না রাখতেন, আজ হয়তো তাকেই দোষী সাব্যাস্ত হতে হত।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়