Ameen Qudir

Published:
2019-02-19 08:06:20 BdST

আচ্ছা, আপনারা এদেশের জনগণেরা ডাক্তারদেরকে এত ঘৃণা করেন কেন ?


 


ডা. নাসিমুন নাহার মিম্ মি
____________________________

আচ্ছা, আপনারা এদেশের জনগণেরা ডাক্তারদেরকে এত ঘৃনা করেন কেন ?
না বলুন। জানতে চাই সিরিয়াসলি ।
আমরা কি অচ্ছুৎ ?
আমরা কি জানোয়ার ?

গতকাল একটা মেয়ে একসিডেন্টে মারা গেল আর আপনারা সেটাকেও জঘন্য ইস্যু বানিয়ে যাচ্ছেতাই ভাষায় মরা মেয়েটাকে ধুঁয়ে দিচ্ছেন ।
কারন সে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের বলে ?

সত্যি করে বলেন তো আপনারা প্রেম করেন না ? প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান না আপনারা বিশেষ দিনে ?

আপনার বোন, বান্ধবী কি কারো প্রেমিকা না ?
নাকি ডেটিং এদেশে আর কেউ করেনি কোন কালেই?
আপনারা এতো হিপোক্রেট কেন ?
একটা মরা মানুষকে নিয়ে আর কত নোংরা মন্তব্য করবেন আপনারা ?

কদিন আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে এই সংবাদের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করছেন "জা*** ডাক্তাররা মরলে ভাল হবে" !!
How dare you Guys r !

আপনার অসুস্থ বাপ মাকে যখন আইসিইউতে ফেলে রেখে আপনি বাসায় ফিরে রাতে ঘুমান তখন একদল চিকিৎসক ই নিজের পরিবারকে ফেলে রেখে,ঘুম বাদ দিয়ে আপনার বাপ মা'কে দেখে রাখেন।
আপনার সন্তানকে পৃথিবীতে সুস্হ ভাবে আনার জন্য একজন চিকিৎসক তার নিজের সন্তানকে কাজের মানুষের কাছে রেখে এসে লেবাররুমে ছুটেন। তখন কেন মহিলা ডাক্তার ই খোঁজেন আপনারা ?
আপনার কাছের মানুষের জন্য রক্তের জোগাড় পর্যন্ত মেডিকেল কলেজের ছেলেমেয়েগুলো হাসি মুখে করে দেয় আপনাদের কাছ থেকে সামান্য সৌজন্যতাটুকুও না পেয়ে।

শোনেন একটা সোজা কথা বলি আপনাদেরকে--
জেলাসি থেকে তৈরি হয় কমপ্লেক্সসিটি।
নিজে ডাক্তার হতে পারেননি আপনারা তার দায়ভার আমাদের না। আপনার নিজের। আপনার কপালের।
আপনার পরিবারে যদি একজনও মেডিকেল পড়ুয়া ছেলে মেয়ে থাকে তাহলেই একমাত্র আপনি বুঝতে পারবেন মুখস্থ বুলি দিয়েই আপনারা আমাদের কসাই ডাকেন। আমরা আসলেই রক্ত পানি করে লেখাপড়া করেই ডাক্তার হই। তবে ডাক্তার হবার পরে অনেকেই বদলে যান। এটাও সত্য । তবে এর পেছনে এই দেশের হেলথ সেক্টরের সিস্টেম এবং এই আপনারা এই দেশের জনগণ ই দায়ী , বুঝেছেন?

এখন দুইটা গালি দিয়ে আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন । কারন দিন শেষে আমি প্রচন্ড কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে আমাকে এই আজীব দেশের ততোধিক অকৃতঙ্গ জনগনের ডাক্তার হবার সৌভাগ্য দান করার জন্য ।
পারলে ডাক্তার হয়ে দেখান না ........
___________________________

#ডা. নাসিমুন নাহার মিম্ মি । সুলেখক। ঢাকা বইমেলার একজন শীর্ষ জনপ্রিয় লেখক। তিনি লেখাটির সঙ্গে সংযোজন দিয়েছেন:
(ফুটনোট-- মেডিকেল রিলেটেড কোন গ্রুপ আমার এই লেখাটা নিজেদের পেইজে দিবেন না আমার অনুমতি ছাড়া ।ধন্যবাদ । )

আমরা ডাক্তার প্রতিদিন লেখকের সদয় সম্মতি নিয়ে লেখা প্রকাশ করলাম।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়