Ameen Qudir

Published:
2019-01-23 21:25:19 BdST

হাসপাতালের জার্নালসরকারী হাসপাতালে ডাক্তারদের ডিউটি তিন শিফটে : এক শিফটেই ৬০ শতাংশ উপস্থিত!




ডা. বেলায়েত হোসেন ঢালী
_____________________________

সরকারী হাসপাতালগুলোতে ডাক্তারদের ডিউটি তিন শিফটে। তার সাথে আছে ছুটি,ডে-অফ, ট্রেনিং,প্রেষণ, অসুস্থতা, পরীক্ষা ইত্যাদি।
দুদকের টিম এক শিফটে অনুসন্ধানে গিয়ে ৬০% ডাক্তারকে উপস্থিত পেয়েছে সেটাতো অনেক ভাল লক্ষণ। কিন্তু মিডিয়ার নিউজ দেখে মনে হয় ডাক্তাররা কতই না জঘন্য কাজ করে ফেলেছে,তাদেরকে শুলে চড়ানো উচিৎ!
আচ্ছা, দুদকের টিম হঠাৎ করে ডাক্তারদের কর্মস্হলে উপস্হিতি নিয়ে লাগলো কেন? উনাদের কী দুর্নীতি নিয়ে তদন্তের আর কিছু নাই?

সরকারী হাসপাতালে গিয়ে ডাক্তারদের হাজিরাখাতা দেখা দুদকের এখতিয়ারয়ের মধ্যে পড়ে কী?
উনারা স্বাস্থ্য ক্যাডার ছাড়া অন্য কোনো প্রশাসনিক দপ্তর কিংবা সচিবালয়ে প্রবেশ করে এভাবে কর্মকতাদের হাজিরা খাতা অনুসন্ধান করতে পারবেন কী?
সবশেষে জাতির কাছে প্রশ্ন- কর্মস্হলে অনুপস্থিতি দুনীতির মধ্যে পড়ে কী??
যতদোষ নন্দঘোষ!!
_______________________

ডা. বেলায়েত হোসেন ঢালী।শিশু বিশেষজ্ঞ। লোকসেবী চিকিৎসক। পেশাজীবি নেতা। চট্টগ্রাম।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়