Ameen Qudir

Published:
2019-01-03 20:34:01 BdST

ডাক্তার লাঞ্ছিতএসি ল্যান্ডের হাতে ডাক্তার লাঞ্ছিত :চিকিৎসক নেতৃত্বের সক্ষমতা দেখতে চাই


কোন কর্মকর্তার ACR রিপোর্টে স্বাস্থ্যগত প্রত্যায়ন করতে তার ওজন, রক্তচাপ, দৃষ্টিশক্তি, ইসিজি ও এক্সরে করা অত্যাবশ্যকীয়।
সেক্ষেত্রে ঐ কর্মকর্তার স্বশরীরে উপস্থিতি ছাড়া এই পরীক্ষাগুলো কিভাবে করা সম্ভব ?
আর এই পরীক্ষাগুলো না করেই একজন স্বাস্থ্যকর্মকর্তার পক্ষে কিভাবে ACR এ স্বাক্ষর দেওয়া সম্ভব ?


ডা. আতিকুজ্জামান ফিলিপ

_______________________________

খবরঃ
অন্যায় সুবিধা না দেওয়ায় একজন এসিল্যাণ্ড ক্ষমতার চরম অপব্যাবহার করে বুধবার সকালে রাজধানীর নিকটবর্তী ঢাকার একটি উপজেলা হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন এবং মেডিসিন কনসালটেন্টকে মারধর করেছেন!
_________

আপনাকে বলছি!
দেশটা মগের মুল্লুক নয় কিংবা বৃটিশ কোন কলোনি নয় যে আপনি প্রশাসন ক্যাডারের একজন হয়ে স্বাস্থ্য ক্যাডারের একজনের উপর অন্যায়ভাবে ছড়ি ঘুরাবেন!

আপনিও এই বাংলা প্রজাতন্ত্রের একজন কর্মচারী আমিও এই বাংলা প্রজাতন্ত্রের একজন কর্মচারী।
আপনিও ট্যাক্স দেন আমিও ট্যাক্স দিই।
আপনিও এই প্রজাতন্ত্রকে সেবা দেন আমিও এই প্রজাতন্ত্রকে সেবা দিই।

এই প্রজাতন্ত্রের প্রতি আপনার অধিকার যতটুকু আমারও ঠিক ততটুকু অধিকার।
এই প্রজাতন্ত্রের কাছ থেকে আপনার যতটুকু প্রাপ্য নৈতিকভাবে আমারও ততটুকু প্রাপ্য।

আমি ২৫তম বিসিএস ক্যাডার আর আপনি ৩৩তম বিসিএস ক্যাডার।
আপনার চেয়ে বয়োজ্যেষ্ঠ ক্যাডার হওয়ায় পারিবারিক ও সামাজিক শিক্ষার নিয়মানুযায়ী আপনার কাছ থেকে স্বাভাবিক সৌজন্যতাটুকু আশা করা নিশ্চয় আমার অন্যায় হবে না।
অবশ্য পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাবে স্বাভাবিক সৌজন্যতাটুকু দেখাতে যদি আপনার কার্পন্য থাকে তাতে আমার আপত্তি নেই!

কিন্তু শুধুমাত্র অন্যায্য দাম্ভিকতার বশবর্তী হয়ে আপনি যখন মহারাজা সেজে আমার সাথে প্রজাসুলভ আচরন করবেন, অন্যায় ছড়ি ঘুরাবেন সেটা আমি মেনে নেবো -এটা কেন ভাবছেন ?

আপনি কেন ভাবছেন যে আপনার স্বাস্থ্যগত ত্রুটি থাকা সত্ত্বেও আমি আপনার ACR এ আপনার 'কোন স্বাস্থ্যগত ত্রুটি নেই' এই মর্মে প্রত্যায়ন করে স্বাক্ষর দেবো ?

আপনি আমার কাছে অন্যায় সুবিধা চাইবেন আর আমি আপনাকে সেই অন্যায় সুবিধা দিতে অস্বীকৃতি জানালে আমার দিকে বন্দুক তাক করে পার পেয়ে যাবেন কেন এমন ভাবছেন ?

আমি না পারি আমার আগামী প্রজন্ম আপনাকে একদিন কাঠগড়ায় দাঁড় করাবেই করাবে।
নিশ্চিৎ থাকুন, সেইদিন খুব বেশী দূরে নয়।

আপনি প্রজাতন্ত্রের নবম ক্যাডারের একজন কর্মকর্তা হয়ে ষষ্ঠ ক্যাডারের একজন কর্মকর্তার সাহায্য পেতে আপনার অফিসের পিয়নকে পাঠাবেন -প্রজাতন্ত্র কি আপনাকে এই ডেকোরাম শিখিয়েছে ?
প্রজাতন্ত্র কি আপনাকে এই অধিকার দিয়েছে ?
না, দেয়নি। মোটেও দেয়নি।

আপনাদের অন্যায্য দাম্ভিকতা আর ঔপনিবেশিক মানসিকতা আপনাদেরকে এই অন্যায্য ডেকোরাম তৈরি করতে সাহস যুগিয়েছে!
এতোদিন যাবৎ আমাদের দুর্বলতাও আপনাদেরকে এই অন্যায্য ডেকোরাম তৈরি করতে সাহস যুগিয়েছে!

কিন্তু আর বেশী দিন নেই।
এই অন্যায্য ছড়ি ঘুরানোর দিন একদিন শেষ হবেই হবে, ইনশাল্লাহ্।
তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
__________

আমরা কোন অন্যায় সুবিধা চাই না।
আমরা শুধু আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চাই।
আমরা ১৫জন চিকিৎসক এমপি হওয়ার ন্যায্য সুবিধা চাই।
আমরা চাই এই ১৫জন চিকিৎসক এমপি'র মাধ্যমে আমাদের ন্যূনতম অধিকারগুলোর কথা মহান সংসদে পৌছে যাক।
___________

#ঘটনার_সংক্ষিপ্ত_বিবরনঃ
ঢাকার একটি উপজেলার এসিল্যাণ্ড(৩৩তম বিসিএস এবং নবম ক্যাডার) তার ACR ফর্মে হেলথ ফিটনেস স্বাক্ষরের জন্য একজন পিয়নকে দিয়ে ফর্মটি উক্ত উপজেলার স্বাস্থ্যকর্মকর্তা(২৫তম বিসিএস এবং ষষ্ঠ ক্যাডার)'র কাছে পাঠান।
স্বাস্থ্যকর্মকর্তা উক্ত এসিল্যাণ্ড'র সাথে পরিচিত হওয়ার আগ্রহ ব্যক্ত করে তাকে হেলথ কমপ্লেক্সে চা এর দাওয়াত দেন।

এসিল্যাণ্ড আসার পর তার স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে তার উচ্চরক্তচাপ ধরা পড়ে।
এমতাবস্থায় চিকিৎসক তাকে ইসিজি করার পরামর্শ দিলে তিনি তাতে অস্বীকৃতি জানান।

ACR ফর্ম স্বাক্ষরের জন্য তাকে কেন স্বশরীরে হেলথ কম্প্লেক্সে আসতে হলো তা নিয়ে তিনি চিকিৎসকদেরকে ক্রমাগত হুমকিধামকি দিতে থাকেন। এক পর্যায়ে সংগে থাকা অস্ত্রও প্রদর্শন করেন।
এসময়ে তার সংগে আসা লোকজন উক্ত হেলথ কম্প্লেক্সের মেডিসিন কনসালটেন্টকে মারধরও করেন।

কি দুঃসাহস!
প্রজাতন্ত্রের চাকরিবিধির কি ভয়ঙ্কর বরখেলাপ!!

 

 

___________

 

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

* অনলাইন সংবিধির বাধ্যবাধকতায় লেখাটি কিঞ্চিৎ সম্পাদিত।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়