Ameen Qudir

Published:
2018-12-27 06:26:09 BdST

বুলিংমনের যত্নের গুরুত্বের কথা স্কুল শিক্ষাথীদের কাছে পৌঁছে দিলেন মনের ডাক্তাররা


 



ডা. বাপ্পা আজিজুল
____________________________

২৬ ডিসেম্বর, বুধবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে "বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস '১৮ উপলক্ষে তরুণদের অংশগ্রহণ" বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল, মনোরোগ বিভাগ এর যৌথ আয়োজনে হাজী মো. উস্তুওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়।

স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (NIMH) পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম। কলামিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ মূল আলোচনা পেশ করেন। অনুষ্ঠানদ্বয় সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আরকেএস রয়েল, বিভাগীয় প্রধান মনোরোগ বিভাগ, সিওমেক(SOMC)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানসিক স্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট হাসিনা মমতাজ, সিওমেক এর মনোরোগ বিভাগের রেসিডেন্ট ডাক্তারবৃন্দ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় তরুণদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ে বুলিং, ছাত্র-শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক ও নিয়মিত মনের যত্নের উপর গুরুত্বারোপ করা হয়।

________________________

ডা. বাপ্পা আজিজুল। কবি।
সম্পাদক কবিতিকা (লিটল ম্যাগ)
কবি ও সংগঠক
প্রাক্তন সভাপতি বাংলাদেশ কবি পরিষদ,চট্টগ্রাম
Former Doctor at Chittagong Medical College

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়