Ameen Qudir

Published:
2016-12-14 17:01:52 BdST

মাছিহাতায় বিজয় দিবসে ১৪ ডাক্তার ফ্রি চিকিৎসা দেবেন



মনোয়ারুল ইসলাম
________________________

ডিসেম্বর মাস শুরু হবার সাথে সাথেই বাংলার আকাশে বাতাসে বিজয়ধ্বনি শুনতে পাওয়া যায়। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস।১৯৭১ সালের এইদিনে বাংলাদেশ পেয়েছিল তার নাম এবং স্বাধীন ভূ-খন্ড। মহান বিজয় দিবসকে স্মরনীয় করে রাখতে "বিজয়ের অঙ্গীকার,হাসি ফুটুক সুস্থতার" স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর তমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পইন আয়োজন করতে যাচ্ছে ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "বাউনবাইরার কতা"___ ফ্রি মেডিকেল ক্যাম্পইনে "বাউনবাইরার কতা" গ্রুপের পাশে দাড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত স্বনামধন্য ১৪ জন ডাক্তার। যারা বিনা পারিশ্রমিকে মেডিকেল ক্যাম্পটি সফল করতে এগিয়ে এসেছেন। সংগঠনের আয়োজকদের তথ্যমতে তারা পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটা ইউনিয়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্পইন আয়োজন করবে।এর আগে এই সংগঠনটি ২১শে ফেব্রুয়ারিতে ব্রাহ্মণবারিয়া সদরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পইনের আয়োজন করেছিল,তারই ধারাবাহিকতায় "বাউনবাইরার কতা" এইবার মাছিহাতা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পইন -২ করতে যাচ্ছে। আয়োজকেরা বলেছেন উক্ত ক্যাম্পইনে মাছিহাতা ইউনিয়নের ২১টি গ্রামের দুস্থ রোগীদের মাঝে বিন্যামূল্যে চিকিত্সা সেবা এবং ওসুধ বিতরন করা হবে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত। এছাড়াও ডাক্তারগণ রোগীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াবেন।
_________________________

মনোয়ারুল ইসলাম , সংবাদটি জানা ন ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়