Ameen Qudir

Published:
2018-09-08 23:59:46 BdST

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদের একঘন্টা




ডা. রেজাউল করীম
_____________________________

প্রতিবাদের একঘন্টা শেষ হল। প্রতিবাদ নয়। মানুষের মতামত পেলাম। ১৩ ই সেপ্টেম্বর ২০১৮ যুবকেন্দ্রে বিকেল ৪টে থেকে রাজনৈতিক দলের কথা শুনবো। কিন্তু জেনে রাখুন পুলক দত্ত গ্রেপ্তার না হলে প্রতিবাদ ঘন্টায় সীমিত থাকবে না।

"প্রতিবাদের একঘন্টা" চিরাচরিত কর্মবিরতি নয়। এই অভিনব প্রতিবাদ চিকিৎসক মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে একদিকে যেমন চিকিৎসকদের দাবিদাওয়া নিয়ে জনচেতনার প্রয়াস, ঠিক তেমনি চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের কী অভিযোগ তা জানার ও বোঝারও উদ্যোগ। আমরা রোগী-চিকিৎসক আস্থার সম্পর্ক পুনরুদ্ধার করতে সংকল্প করেছি।
ঠিক একই ভাবে প্রশাসনকে জানাতে চাই যে, তাদের প্রতি আমাদের আস্থা পুনরুদ্ধারে উপযুক্ত ব্যবস্থা নিন। পুলক দত্তকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠিত করা প্রশাসনের স্বার্থেই প্রয়োজন। পুলককে গ্রেপ্তার না করা পর্যন্ত এই প্রতিবাদ চলতে থাকবে। এরপর আর একটি পদক্ষেপ ই বাকি থাকবে। তা হল রাজ্যব্যাপী চিকিৎসক ধর্মঘট।
আশা করি তার আগেই প্রশাসনের মতি ফিরবে।
___________________________


ডা. রেজাউল করীম। পশ্চিমবঙ্গের অগ্রগন্য চিকিৎসক, লোকসেবী চিন্তক,লেখক। চিকিৎসক নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়