Ameen Qudir

Published:
2018-08-28 23:01:12 BdST

পরিকল্পিতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে স্বাস্থ্য মন্ত্রকে কি কেউ কাজ করছে: বিএমএ মহাসচিব


 


ডেস্ক রিপোর্ট _________________

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী এক বক্তব্যে বলেছেন,
স্বাস্থ্য মন্ত্রনালয় এত বেপরোয়া আচরণ করছে কেন? পরিকল্পিত ভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য
ওখানে কি কেউ কাজ করছে?

তার ফেসবুক স্টাটাসে তিনি এই সময়োপযোগী সাহসী বক্তব্য তুলে ধরেন। এরই মধ্যে এই বক্তব্য দেশের চিকিৎসক সমাজে আলোচনার ঝড় তুলেছে। অনেকে্ই ভাষ্য, তার এই বক্তব্যে চিকিৎসক সমাজের মনের কথা প্রাণের কথা উঠে এসেছে।

ফেসবুক বক্তব্যে তিনি আরও বলেন, ""একের পর এক ওলট পালট আদেশে চিকিৎসকদের ক্ষেপিয়ে তুলার জন্য কি কেউ ক্রমাগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে?

১) শূন্য পদের অতিরিক্ত চিকিৎসক কে ওএসডি করে একদিকে ওএসডি নীতিমালার লংঘন অন্যদিকে গ্রামীন অবকাঠামোয় চিকিৎসকের কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিরতা তৈরী করা

২)ট্রেনিং শেষ না হওয়ার পূবে'ই ডেপুটেশন আদেশ বাতিল করা

৩) সকল বিষয়ে না দিয়ে মনগড়া কিছু বিষয়ে ডেপুটেশন দেওয়া

৪) নীতিমালা না মেনে হঠাৎ করে কোন কোন উপজেলার প্রায় সকল চিকিৎসক কে (মহিলা চিকিৎসক সহ) বিভাগের বাইরে বদলী করা

৫) বিভাগীয় তদন্ত ছাড়াই ইচ্ছামত সিনিয়র চিকিৎসক দের দোষী বানিয়ে ওএসডি/বদলী করা (মন্ত্রনালয়ের ক্ষমতাসীনদের ফরমায়েশ না শুনার অপরাধে)

৬) স্বাস্থ্য অধিদপ্তরে গুরুত্বপূর্ণ পদে সরকারবিরোধীদের পদায়ন এবং তাদেরকে দিয়ে শোক দিবস পালন(তারা করেছেন উদযাপন)

এবং সবশেষে ৭) হঠাৎ করে ৩৬ তম বিসিএস এর চিকিৎসকদের চার বছর গ্রামে থাকার নীতিমালা করে শুধু তাদেরকে সংক্ষুব্দই করা হয়নি বরং আন্তঃক্যাডার বৈষম্যকে জাগিয়ে তুলা হলো, এসব কারা ও কেনো করছে? সরকারে লুকিয়ে থাকা ভিন্ন উদ্দেশ্য হাসিল কারী কেউ না কি অন্য কিছু? অচিরেই এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। সাধু সাবধান!""

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়