Ameen Qudir

Published:
2018-07-23 17:34:55 BdST

চট্টগ্রামে ডাক্তারের বিরুদ্ধে মামলা: 'প্রিয় চিকিৎসক বৃন্দ, ধৈর্য হারাবেন না':ডা. ফয়সল


 



ডা. ফয়সল ইকবাল চোধুরী
_______________________________

Inj Rofecin দেখুন side effect খিঁচুনি হয় কিনা?পড়ুন। Acute Febrile convulsion এ inj sedil( Diazepum)l ছাড়া আর কি দিবে? ভূল চিকিৎসা? আলামত নষ্ট, তদন্ত কমিটির কাছে ৯ পৃষ্ঠা লিখিত বক্তব্যের কোথাও নাই, কিন্তু এজাহার এ মামলাকারী যোগ করেছেন, বিপরীত ধর্মী বক্তব্য।
প্রিয় চিকিৎসক বৃন্দ,
ধৈর্য হারাবেন না অপেক্ষা করুন।

উপধারা ৩০৪ (ক) : Professional negligence :
কর্তব্যে অবহেলার কারণে মৃত্যু :
কোন পেশাজীবির বিরুদ্ধে এই ধারায় মামলা করতে হলে অবশ্যই Expert opnion লাগবে, চিকিৎসকদের ক্ষেত্রে BMDC অনুমোদিত দক্ষ মেডিকেল টিমের রিপোর্ট থাকতে হবে। অন্যথায় এই ধারা প্রযোজ্য হবে না।
আর ২০১ প্রশ্নই আসে না কেউই ইনজেকশনের ভায়াল, প্যাকেট প্রিজারভ করে না, নিজেদের সন্দেহ হলে করতেন।
কোন চিকিৎসকই রোগীর মৃত্যুর জন্য চিকিৎসা দেন না, অবশ্যই ভালর জন্যই দেন।
_____________________________

ডা. ফয়সল ইকবাল চোধুরী। সাধারণ সম্পাদক ,চ্টগ্রাম বিএমএ ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়