Ameen Qudir

Published:
2018-07-12 17:37:09 BdST

আদালতের সঙ্গে পুরোপুরি একমত হয়ে সবিনয়ে কয়েকটি জিজ্ঞাসা


 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
_____________________________

'ডাক্তার দেবতা নন। ভুল হবে, সেটা স্বাভাবিক। ভুলটা অন্যায় নয়। কিন্তু ভুলটা জাস্টিফায়েড করার জন্য হরতাল ডাকা হলে সেটা অন্যায়।'

আদালতের এই বক্তব্যের সাথে দ্বিমত করার কোন সুযোগ নেই।
এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত হয়েই মহামান্য আদলতের কাছে সবিনয়ে জানতে চাই-

কোন চিকিৎসা ভুল প্রমানিত হওয়ার আগেই সেটাকে ভুল বলে চালিয়ে দেওয়া এবং তার শাস্তিস্বরুপ চিকিৎসক নির্যাতন ও হাসপাতাল ভাঙচুর কি জাস্টিফায়েড ?

আমরা দেখেছি,
কোন খুনের আসামীকেও আপনারা উপযুক্ত স্বাক্ষী প্রমানের আগে খুনি হিসেবে রায় দিতে পারেন না, সর্বোচ্চ তাকে খুনি হিসেবে অভিযুক্ত করতে পারেন।

কিন্তু চিকিৎসকের ক্ষেত্রে ঘটছে সম্পূর্ণ উল্টোটা।

কোন চিকিৎসা আদৌ ভুল কি-না তা টেকনিক্যাল টিম দ্বারা প্রমানিত হওয়ার আগেই তাকে 'ভুল চিকিৎসা' হিসেবে রায় দিয়ে দিচ্ছে সাংবাদিক নামধারী একশ্রেণীর অসাধু চক্র ও রুগির স্বজন।
তারা শুধু রায় দিয়েই শান্ত থাকছে না উপরোন্ত শাস্তি হিসেবে চিকৎসক নির্যাতন ও হাসপাতাল ভাঙচুরও করছে।

এর সমাধান আমরা কোথায় পাবো ?
____________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়