Ameen Qudir

Published:
2018-07-12 17:22:56 BdST

অ-মানুষ ডাক্তার : একজন জ্যেষ্ঠ চিকিৎসক কেন বলছেন এ কথা


 

 


অধ্যাপক ডা.অনির্বাণ বিশ্বাস
___________________________


ডাক্তাররা মানুষ হিসাবে খুব সীমাবদ্ধ, তাই তারা কিছু করতে পারে না।
ডাক্তাররা খুব ভঙ্গুর, তাই মার খেয়ে তারা দৃঢ় পায়ে দাঁড়াতে পারে না।
ডাক্তাররা জীবন মৃত্যু অর্থে খুব লন্ডভন্ড, তাই তারা জীবন গোছাতে পারে না।
বাঙালীরা প্রকৃত অর্থে মানুষ,তাই তারা মানবিক ডাক্তারদের খুঁজে পায় না।

২.
আমি ডাঃ অনির্বাণ,পছন্দের দল পাই না, তাই সক্রিয় রাজনীতি করি না।

আমি ডাঃ অনির্বাণ,বাংলা বন্ধে পায়ে হেঁটে কাজে যাই, তাই তোমার আন্দোলন সমর্থন করি না।

আমি ডাঃ অনির্বাণ,সৎ রাজনৈতিক সংগ্রামের প্রতি শ্রদ্ধায় নত, তবু সব রাজনৈতিক সংগ্রামীকে বিশ্বাস করি না।

আমি ডাঃ অনির্বাণ,তোলাবাজ,ধর্ষকদের প্রতি ঘৃনায় উদ্ধত, তবু রাস্তাঘাটে তাদের পদাঘাত করতে পারি না।

আমি ডাঃ অনির্বাণ,গনতন্ত্রে বিশ্বাসী, তবু নির্বাচনে ভোট দিতে পারি না।

আমি ডাঃ অনির্বাণ,আইনের শাসনে বিশ্বাসী, তবু পুলিশ দেখে ভরসা পাই না।

আমি ডাঃ অনির্বাণ,সুশীল মানুষের বই পড়ি, তবু তাদের কথায় আস্থা রাখতে পারি না।

আমি ডাঃ অনির্বাণ,’শিক্ষক-ডাক্তার’ হিসাবে বিতাড়িত পাঁচ বছর আগে, তবু দুঃসহ রাষ্ট্রীয় সন্ত্রাস এখনো ভুলতে পারি না।

আমি ডাঃ অনির্বাণ,রাষ্ট্র থেকে অনেক নিয়েছি, তবু দেশকে কিছু দিতে পারি না।

আমি ডাঃ অনির্বাণ, জন্মথেকে স্বাধীন দেশ পেয়েছি, তাই তার রক্তে ধোয়া ইতিহাস পাঠ করি না।

৩.
আমার সাদা টাকা আছে, তাই কালো টাকার স্বাদ নিতে পারি না।

তোমার কালো টাকা আছে,তাই তুমি সাদা টাকার পেছনে রক্তের দাগ দেখতে পাও না।

৪.
তুমি বহুবার আমায় মেরেছ,গু মাখিয়েছ,কেস দিয়ে লকআপে ঢুকিয়েছ, তবু আমি তোমার ঠিকানা খুঁজে পাই না।

তোমার শুচিশুভ্রতায় আমি কালির ছিটে, এ আমি বুঝেও বুঝব না।

৫.
আমি অনির্বাণ, নষ্ট গদ্যে হতাশার কথা লিখে যাই, এটাকে কেউ কবিতা বলে ভুল বুঝবেন না।
_________________________

- অধ্যাপক ডা.অনির্বাণ বিশ্বাস। প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। কবি। লোককল্যাণ চিন্তক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়