Ameen Qudir

Published:
2018-07-09 17:31:15 BdST

ডাক্তারদের বিরুদ্ধে জন্ডিস সাংবাদিকদের নোংরা কুৎসিত আক্রমন



ডা. রাইসুল ইসলাম _________________


হলুদ সাংবাদিকতার সিন্ডিকেট এখন ডাক্তার সমাজের বিরুদ্ধে নোংরা কুৎসিত প্রোপাগান্ডায় নেমে পড়েছে। তারা নানামাধ্যমে লিখে চলেছে। ফোনে হুমকি দিচ্ছে। বিস্ময়ের ব্যাপার হল , অনেক খ্যাতিমান সাংবাদিক, সম্পাদকও নিজেদের অবস্থান ভুলে সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা করছেন।
এসব সম্পাদক সাংবাদিক স্বাস্থ্য সেবার নেয়ার ক্ষেত্রে সর্বদা ডাক্তারদের সঙ্গে লিয়াজো করে চলেন। বিনে পয়সায় চিকিৎসা নেন। চেম্বারে ফি ছাড়া দেখান। ক্লিনিকে সবরকম সুযোগ সুবিধা নেন মিডিয়ার নাম ভাঙিয়ে।


এরা যখন গুন্ডা মাস্তানদের হামলার মুখে মৃতপ্রায় হয়ে হাসপাতালে আসেন, তখন ডাক্তাররা তাদের জীবন বাঁচায়। কেউ তাদের পাশে না দাঁড়ালেও ডাক্তাররা বিনে পয়সায় জীবন রক্ষা করেন। কিন্তু কাজ শেষে সেসব সকল উপকার ভুলে যান।

অবাক হয়েছি অনেক বিখ্যাত গনমুখী সম্পাদকের বক্তব্য দেখে।
বাংলাদেশে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একাধিক পত্রিকার এক মালিক সম্পাদক লিখেছেন,
_______
যাদের কসাই হবার কথা ছিল, তাদের অনেকেই হয়েছেন চিকিৎসক!
---------------


তৃণমূল পর্যায়ের শত শত হলুদ সাংবাদিক রীতিমত জেহাদে নেমেছে ডাক্তারদের বিরুদ্ধে: তাদের ভাষা যেমন কদর্য তেমনি ভয়াবহ। কুৎসিত আক্রমন শানিয়ে বলছে :"
___________
ধর্মঘটী এমবিবিএস ডাক্তাররা কোনমতেই ডাক্তার হতে পারেনা,তারা পশুর চেয়ে নিকৃষ্ট। অবিলম্বে এসব ডাক্তার নামক পশুদের গ্যাস,বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্নকরন সহ যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই করে দেওয়া হউক! এটা সময়ের দাবি।
___

কোন এক অপসাংবাদিক কলম ভেঙে এই বানী খানা লিখেছেন। এখন সবাই সেটা নিজ নিজ নামে শেয়ার করে চলেছে।
এটাই তাদের ইয়োলো জার্নালিজম তথা হলুদ সাংবাদিকতার সিন্ডিকেট।

_________________________
ডা. রাইসুল ইসলাম, ঢাকা। সুলেখক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়