Ameen Qudir

Published:
2018-07-09 16:11:55 BdST

স্বাস্থ্য মন্ত্রক,বিএসএমএমইউ, বিএমএ, বিএমডিসিকে নিয়ে চুড়ান্ত কমিটি চাই


 

 

ডা. মৃণাল সাহা
_____________________

ইন্সটিটিউশান বেইজড প্র‍্যাক্টিস এর বিকল্প আর কিছুই হতে পারে না । যার মান নিয়ন্ত্রন করবে স্বাস্থ্য মন্ত্রনালয় , বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সমন্বয়ে গঠিত চুড়ান্ত কমিটি ।

যে কোন সরকারী বা বেসরকারী মেডিকেল কলেজ অথবা স্পেশালাইজড হাসপাতাল ছাড়া আর কোথাও কোন প্রাইভেট চেম্বার বা ডায়গনস্টিক ল্যাব থাকবে না । ড্রাগ রুল এন্ড রেগুলেশান মেনে ২০-৩০ টা কোম্পানীর বাইরে কাউকেই লাইসেন্স দেয়া হবে না ।

সরকারী বা বেসরকারী মেডিকেল থেকেই এমবিবিএস , এমডি , এম এস দেয়া হবে । এটা নিয়ন্ত্রিত হবে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ।যেমনঃ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় , সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ।

মেডিকেল ইথিকস ও হাসপাতালে উদ্ভুত যাবতীয় সাংঘর্ষিক ও আইনী বিষয়ে অভিযোগের জন্য মেডিকেল জুরিস্পুডেন্স তথা ফরেনসিক মেডিসিন ও প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হবে । সেই সাথে লোকাল থানার কোলাবরেশানে একটা পুলিশ ফোর্স সমন্বয়ে ভ্রাম্যমান থানাও থাকবে ।

এই অবকাঠামো আমি প্রস্তাব করলাম । বাকীটা গুনীজনদের উপর ছেড়ে দিলাম ।
_______________________

ডা. মৃণাল সাহা, সুলেখক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়