Ameen Qudir

Published:
2018-07-07 18:06:27 BdST

বিশেষ কলামথানায় মধ্যরাতে কে মাস্তানি করেছে: ডাক্তার না সাংবাদিক:ভিডিওতে বেরিয়ে এলো আসল সত্য


https://www.facebook.com/Jisun.Rashid/videos/1861897937446213/

 

 

বাস্তবে চট্টগ্রামের থানায় চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী স্বয়ং উত্তেজিত মাত্রাজ্ঞানহীন লোকজন কর্তৃক আক্রান্ত হন। তাকে তুমি বলে সম্বোধন করে হেনস্থা করা হয়।থানায় মধ্যরাতে কে মাস্তানি করেছে: ডাক্তার না সাংবাদিক:ভিডিওতে বেরিয়ে এলো আসল সত্য


ডা. সুশান্ত সাহা, চট্টগ্রাম
______________________________

এবার ভিডিওতে বেরিয়ে এলো আসল সত্য । সত্য কখনও চাপা থাকে না।
ম্যাক্স হাসপাতালে সাংবাদিকের শিশু সন্তান মৃত্যুর ঘটনার পর স্বার্থান্বেষী মহল নানাভাবে জল ঘোলার অপচেষ্টা করছে। বাস্তবে চট্টগ্রামের থানায় চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী স্বয়ং উত্তেজিত মাত্রাজ্ঞানহীন লোকজন কর্তৃক আক্রান্ত হন। তাকে তুমি বলে সম্বোধন করে হেনস্থা করা হয়।

ঐখানে ভিডিও লিঙ্ক দেয়া হল। আগ্রহী পাঠক দর্শক দেখে নিন নিজ চোখে , কে কার সঙ্গে মাস্তানি করেছে।

https://www.facebook.com/Jisun.Rashid/videos/1861897937446213/

সত্যর অপলাপ করে অপপ্রচারকারীদের অভিযোগ, "ওই ঘটনার পর থানায় গিয়ে চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে বাড়াবাড়ি করেছেন। হুমকি ধমকি দিয়েছেন। অসদাচরন করেছেন। "
এই বিষয় ও মিথ্যা অভিযোগ নিয়ে সারাদেশে নানা রকম নোংরা প্রচার চলছে। যা লেখা ভদ্রতার বাইরে।

ডাক্তারনেতাদের বিরুদ্ধে মাস্তানির অভিযোগ আনতে অপপ্রচারকারীরা পিছ পা হয় নি।


কিন্তু মানীর মান ঈশ্বর রাখেন।
ওই ঘটনার একটি ভিডিও এখন আমাদের হাতে এসেছে। তাতে কে কি করেছে পরিস্কার।
অপপ্রচারকারীরা যা বলেছে, বাস্তব চিত্র তার উল্টো।
ভিডিওতে দেখা যায়,
চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী কোন বাড়াবাড়ি করেন নি। তিনি ঠান্ডা মাথায় হাসি মুখে পরিস্থিতি সামাল দেন। তিনি সবার সঙ্গে ভদ্র সুন্দরভাবে কথা বলেন।
ভিডিওতে দেখা যায়, শিশু রাইফার শোকার্ত পিতা সাংবাদিক সাহেব স্বয়ং চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরীর দিকে তেড়ে যান। তিনি তুমি বলে নানা উক্তি করেন। ভিডিও তার সাক্ষ্য।
এ বিষয়ে অামাদের ধৈর্যশীল ডাক্তারদের বক্তব্য, স্বাস্থ্য সেবা দিতে গিয়ে এ ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ডাক্তারদের নিয়মিত মাঠ পর্যায়ে সামাল দিতে হয়।
একজন শোকার্ত পিতা তার হুঁশ হারাতে পারেন। তিনি শোকের বশে তুই তুমি বলতে পারেন।
ডাক্তার সমাজ সেটা সহনীয়ভাবে দেখেন। চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরীও তাই দেখেছেন। তিনি শোকার্ত সাংবাদিকের সঙ্গে বা কোন সাংবাদিকের সঙ্গে কোন বাজে ব্যবহার করেন নি। শোকার্ত পিতার বেহুশ আচরণেও কোন ক্ষোভ প্রকাশ করেন নি।
একটি প্রামান্য সত্যকে সম্পূর্ন অস্বীকার করে ঠিক উল্টো প্রচার চালাচ্ছে এই ডাক্তার বিরোধী হলুদ জন্ডিস চক্র।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়